ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

লাভেজ্জি-ডি মারিয়ায় ফাইনালে পিএসজি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
লাভেজ্জি-ডি মারিয়ায় ফাইনালে পিএসজি ছবি: সংগৃহীত

ঢাকা: ইজিকুয়েল লাভেজ্জি ও ‍অ্যাঙ্গেল ডি মারিয়ার দ্বিতীয়র্ধের গোলে তোলোওসকে ২-০ গোলে হারিয়ে কাপ ডি লা লিগার ফাইনাল নিশ্চিত করলো প্যারিস সেন্ট জার্মেই। এবারের ফাইনাল জিতলে টানা তিন মৌসুম শিরোপাটি ধরে রাখবে লরা ব্লার শিষ্যরা।



রোববার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে তোলোওসকে আতিথিয়েতা জানায় পিএসজি। তবে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় স্বাগতিকরা। এরই সুবাদে খেলার ৬৫ মিনিটে লাভেজ্জির গোলে লিড পায় দলটি। আর সাত মিনিট পরে লিড দ্বিগুন করে জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন তারকা ডি মারিয়া।

এদিকে পিএসজি টানা ১২ ম্যাচ জিতে নতুন রেকর্ড তৈরী করলো। ফাইনালে দলটির লিলের বিপক্ষে লড়বে।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।