ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

কোপা থেকে ছিটকে গেল ‍অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
কোপা থেকে ছিটকে গেল ‍অ্যাতলেটিকো ছবি: সংগৃহীত

ঢাকা: কোপ দেল রে’র কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ৩-২ গোলে হেরে আসর থেকে ছিটকে গেল অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথম লেগের খেলাটি গোলশূন্য ড্র হয়েছিলো।

তাই ৩-২ অ্যাগ্রিগেটে জিতেই সেমিফাইনাল নিশ্চিত করলো সেল্টা।

রোববার ভিসেন্তে কালদেরনে সেল্টাকে আতিথিয়েতা জানায় অ্যাতলেটিকো। তবে খেলার ২২ মিনিটে পাবলো হার্নান্দেজের গোলে এগিয়ে ‍যায় সেল্টা। কিন্তু ২৯ মিনিটে অ্যান্তোনিও গ্রিজম্যানের গোলে সমতা পায় স্বাগতিকরা। খেলার প্রথমার্ধ আর কোন গোল না হওয়ায় সমতা থেকে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে খেলার ৫৬ মিনিটে জন গুইডেট্টির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সেল্টা। আর ৬৪ মিনিটে হার্নান্দেজ নিজের জোড়া গোল পূর্ণ করলে ৩-১এ সেল্টার লিড বাড়ে।

এদিকে ম্যাচের ৮১ মিনিটে অ্যাঞ্জেল কোরেয়া গোল করে অ্যাতলেটিকোর ব্যবধান কমান। কিন্তু ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে দিয়েগো সিমিওনের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ২৮ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।