ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

নেইমার-রিয়াল গুঞ্জন উড়িয়ে দিল বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
নেইমার-রিয়াল গুঞ্জন উড়িয়ে দিল বার্সা ছবি : সংগৃহীত

ঢাকা: নেইমারের সঙ্গে বার্সেলোনার চুক্তি নবায়ন হবে হবে করেও হচ্ছে না! তার ওপর ব্রাজিলিয়ান সেনসেশনকে দলে ভেড়াতে অনেকটা উঠেপড়ে লেগেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তবে এ নিয়ে মোটেও ভীত নন বার্সার ভাইস প্রেসিডেন্ট জর্ডি মেস্ত্রে।



ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি হিসেবে নেইমারকে দীর্ঘ সময়ের জন্য দলে টানতে চাইছে গ্যালাকটিকোরা। গুজব রটে, ব্যালন ডি’অর অনুষ্ঠানে ব্রাজিলিয়ান তারকার সঙ্গে সাক্ষাৎ করেন রিয়াল প্রতিনিধি। যদিও নেইমারের বাবা বিষয়টি এক বাক্যে প্রত্যাখ্যান করে দেন।

এদিকে, ন্যু ক্যাম্পে নেইমারের ভবিষ্যৎ নিয়ে বেশ আত্মবিশ্বাসী বার্সা ভাইস প্রেসিডেন্ট। ব্রাজিলিয়ান তারকার ওপর রিয়ালের আগ্রহকে ভিত্তিহীন বলেই দাবি করেন তিনি।

স্প্যানিশ দৈনিক মার্কায় দেওয়া সাক্ষাৎকারে জর্ডি মেস্ত্রে বলেন, ‘নেইমারের বার্সেলোনা ছাড়ার কোনো কারণই আমি দেখছি না। সে নিজেকে ওয়ার্ল্ড ক্লাস খেলোয়াড় হিসেবে প্রমাণ করছে। তার পারফরম্যান্সে আমরা খুবই খুশি। আমার মতে, নেইমার এখানে বেশ সুখে আছে। সে শিরোপা জিতেছে, ব্যালন ডি’অরের সেরা তিনে জায়গা করে নিয়েছে। বার্সায় তাকে খুব সুখীই মনে হচ্ছে এবং আমি এর কোনো মানে খুঁজে পাই না, নেইমার কেন ক্লাব ছাড়তে চাইবে। ’

উল্লেখ্য, বার্সার সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সালের জুন পর্যন্ত। তবে যত দ্রুত সম্ভব দলের তারকা স্ট্রাইকারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়নের পথে হাঁটছে কাতালানরা। এ সপ্তাহে কোচ লুইস এনরিক ইঙ্গিত দেন, শিগগিরই নতুন চুক্তিতে সই করবেন নেইমার। এটি দেখার অপেক্ষায় যে অগণিত বার্সা সমর্থক!

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৬
আরএম

** নেইমার-রিয়াল গুঞ্জনে ক্ষুব্ধ নেইমার সিনিয়র

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।