ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

বার্সা সমর্থকদের আশ্বস্ত করলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
বার্সা সমর্থকদের আশ্বস্ত করলেন নেইমার

ঢাকা: ক্লাব ছাড়ার সম্ভাবনা নাকচ করে বার্সেলোনা সমর্থকদের শান্ত থাকার আহবান জানিয়েছেন নেইমার। ন্যু ক্যাম্পে বর্তমানে বেশ সুখে আছেন বলেও নিশ্চিত করেন ব্রাজিলিয়ান সেনসেশন।

এমনকি, বার্সার সঙ্গে চুক্তি নবায়নের অগ্রগতির কথাও জানান তিনি।

কাতালানদের সঙ্গে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ ২০১৮ সালের জুন পর্যন্ত। তবে দলের ভবিষ্যৎ কান্ডারির সঙ্গে এখনই দীর্ঘমেয়াদি নতুন চুক্তি করতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু, চুক্তি নবায়নের কাজটি যে হবে হবে করেও হচ্ছে না!

সাম্প্রতিক সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি হিসেবে নেইমারকে দলে ভেড়াতে ব্যাপক আগ্রহ দেখায় রিয়াল মাদ্রিদ। তবে বার্সার পক্ষ থেকে এ সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়। এমনকি, নেইমারের বাবাও এ নিয়ে বেশ ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। সব মিলিয়ে ঝামেলা চুকিয়ে ফেলতে বার্সার সামনে এখন যত দ্রুত সম্ভব নেইমারের সঙ্গে চুক্তি নবায়নের বিকল্প নেই!

এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘চুক্তি নবায়ন ও অন্যান্য বিষয়ে সবাই অনেক বিতর্ক করছে। আমি বার্সেলোনায় বেশ সুখেই আছি। এখানে আমি প্রায় সবকিছুই পাচ্ছি। খেলার জন্য যা যা প্রয়োজন তার সবটাই রয়েছে। তাই এখান থেকে সরে যাওয়াটা কঠিনই হবে। কারণ, আমি একটি সেরা শহর ও সেরা ক্লাব পেয়েছি। কিছু খেলোয়াড় অন্য গ্রহের এবং আমার জন্য যা কঠিন। কিন্তু, আমাদেরকে সবকিছুই দেখতে হবে। ’

ব্রাজিলিয়ান অধিনায়ক যোগ করেন, ‘সব কিছু মিলিয়ে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ নয়। আমাদের শান্ত থাকতে হবে কারণ, বর্তমান চুক্তি অনুযায়ী আমি আরো কয়েক বছর এ ক্লাবে আছি। তাই বার্সা সমর্থকদের শান্ত থাকার আহবান জানাচ্ছি। ’

এদিকে, কোনো একদিন সাবেক বার্সা কোচ পেপ গার্দিওলার অধীনে খেলার আগ্রহ প্রকাশ করেন নেইমার। উল্লেখ্য, বায়ার্ন মিউনিখে চলতি মৌসুম শেষেই গার্দিওলার পরবর্তী সম্ভাব্য গন্তব্য ইংলিশ লিগ। যার অন্যতম ফেভারিট ম্যানচেস্টার সিটি।

শুধু তাই নয়, রেড বুলস ক্লাব ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে অদূর ভবিষ্যতে আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস) লিগে খেলার আগ্রহও ব্যক্ত করেন নেইমার, ‘এটা বলাটা খুব কঠিন হবে যে, অন্য দেশের হয়ে খেলতে চাই কিনা। কেউই ভবিষ্যতের কথা বলতে পারবে না। কিন্তু, বার্সার হয়ে বর্তমানে আমি খুব সুখে আছি। তবে কোনো এক সময় ব্রাজিলে ফেরার ইচ্ছা রয়েছে। আমেরিকাতেও খেলতে পারি। এ দু’টি দেশে ক্যারিয়ারের শেষদিকে খেলতে চাই। ’

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
আরএম

** নেইমার-রিয়াল গুঞ্জন উড়িয়ে দিল বার্সা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।