ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

টানা তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জিতলেন সানিয়া-হিঙ্গিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
টানা তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জিতলেন সানিয়া-হিঙ্গিস

ঢাকা: দুরন্ত গতিতে ছুটে চলা সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিস জুটি নারী ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন। ইন্দো-সুইস এ জুটি ফাইনালে হারিয়েছেন চেক রিপাবলিকের আন্দ্রেয়া ও লুসি রাদিকাকে।



বর্তমান টেনিসের নারীদের ডাবলসে প্রায় অপ্রতিরোধ্য জুটি সানিয়া-হিঙ্গিস অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিশ্চিতের পাশাপাশি বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতলেন। আর টানা তৃতীয় গ্র্যান্ডস্ল্যামও জিতলেন তারা। গত বছর উইম্বলডন এবং ইউএস ওপেন জেতার পর এবার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিশ্চিত করলেন সানিয়া-হিঙ্গিস।

আন্দ্রেয়া ও লুসি জুটিকে ফাইনালের কোর্টে হারাতে সানিয়া-হিঙ্গিস জুটিকে খেলতে হয় ১০৯ মিনিট। ৭-৬ (৭-১), ৬-৩ সেটে জিতেছেন সানিয়া-হিঙ্গিস। প্রথম সেট জিততেই তাদের সময় ব্যয় হয় ৬২ মিনিট।

ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা এবং সুইস তারকা মার্টিনা হিঙ্গিস জুটির এবারের চোখ আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের শিরোপা।

টানা তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জয়ের মধ্য দিয়ে টানা ৩৬ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখলেন সানিয়া-হিঙ্গিস।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৬
এমআর

** ফেদেরারকে উড়িয়ে ফাইনালে জোকোভিচ
** ফাইনালে অদম্য সেরেনা, প্রতিপক্ষ কেরবার
** ফেরারকে হারিয়ে শেষ চারে মারে
** সেমিতে মুখোমুখি জোকোভিচ-ফেদেরার
** বার্ডিচকে হারিয়ে সেমিতে ফেদেরার
** সেমিতে সানিয়া-হিঙ্গিস জুটি
** শারাপোভাকে হারিয়ে সেমিতে সেরেনা
** জোকোভিচ-ফেদেরারের পর কোয়ার্টারে মারে
** দাপুটে জয়ে কোয়ার্টারে সানিয়া-হিঙ্গিস জুটি
** কোয়ার্টারে সেরেনার মুখোমুখি শারাপোভা
** শেষ আটে জোকোভিচ-ফেদেরার
** অপ্রতিরোধ্য সানিয়া-হিঙ্গিস জুটি
** শেষ ষোলোতে জোকোভিচ-ফেদেরার-সেরেনা
** ৬০০তম ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে শারাপোভা
** তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন মারে
** দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
** দুরন্ত গতিতে ছুটছেন ফেদেরার
** তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা
** অঘটনের শিকার নাদালের বিদায়
** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।