ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

দুই মাসের জন্য মাঠের বাইরে সিটিজেন তারকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
দুই মাসের জন্য মাঠের বাইরে সিটিজেন তারকা

ঢাকা: দশ সপ্তাহের জন্য ছিটকে পড়েছেন ইংলিশ প্রিমিয়ারের ফেভারিট ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। লিগ কাপের সেমিফাইনালে ডান পায়ের গোড়ালিতে চোট পান তিনি।



এভারটনের বিপক্ষে লিগ কাপের সেমিফাইনালে ম্যাচের ৭০ মিনিটে গোল করেছিলেন বেলজিয়ামের তারকা ডি ব্রুইন। এছাড়া আর্জেন্টাইন তারকা সার্জিও আগায়েরোকে দিয়েও একটি গোল করান তিনি। সে ম্যাচেই পায়ের গোড়ালিতে চোট পান ব্রুইন। এভারটনের বিপক্ষে ৩-১ এ জয় পাওয়ায় ম্যান সিটি লিগ কাপের ফাইনাল নিশ্চিত করে ৪-৩ অ্যাগ্রিগেটে এগিয়ে থেকে।

ইনজুরি মারাত্মক হওয়ায় ডি ব্রুইনের গোড়ালির স্ক্যান করানো হয়। প্রথমে তাকে ছয় সপ্তাহের বিশ্রামের কথা জানায় চিকিৎসক দল। তবে, পুনরায় পরীক্ষা করে রিপোর্টে জানানো হয়, আগামী দশ সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। পরে বেলজিয়ান তারকা নিজের টুইটার অ্যাকাউন্টে দশ সপ্তাহের জন্য (প্রায় দুই মাস) ছিটকে পড়েছেন বলে নিশ্চিত করেন।

লিগ কাপের ফাইনালে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে সিটিজেনরা। ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সে ম্যাচেই ফিরবেন বলে জানান ডি ব্রুইন। তবে, নিজেকে এর আগে কতটুকু ফিট করতে পারবেন তিনি সেটাই এখন দেখার বিষয়।

ডি ব্রুইন দ্রুত নিজেকে ফিট করতে আত্মবিশ্বাসী হলেও শুধু ‍লিগ কাপের ফাইনাল নয়, এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচও মিস করতে পারেন বলে ক্লাব সূত্র থেকে জানা যায়। শেষ ষোলোতে দ্বিতীয় লেগে ডাইনামো কিভের বিপক্ষে খেলতে হবে সিটিজেনদের। এছাড়া মার্চের শেষ দিকে ম্যানচেস্টার ডার্বি ম্যাচও রয়েছে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যদের।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।