ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অবসরে ম্যানইউ’র সাবেক দলপতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
অবসরে ম্যানইউ’র সাবেক দলপতি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা দল ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক দলপতি নেমানজা ভিদিক নিজের বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ ১৬ বছরের ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দেন সার্বিয়ার এ তারকা।



দীর্ঘদিন ইনজুরির সঙ্গে যুদ্ধ করে অবশেষে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন ৩৪ বছর বয়সী সার্বিয়ান এই সেন্টারব্যাক।

১৯৮৯ সালে ইয়ুথ ক্যারিয়ার শুরু করা নেমানজা রেডস্টারের হয়ে খেলেছেন আট বছর। ২০০৬ সালে তিনি ম্যানইউতে যোগ দেন। সেখানেও দীর্ঘ আট বছর খেলেছেন তিনি। পালন করেছেন ক্লাবটির দলপতির গুরুত্বপূর্ণ ভূমিকা। ম্যানইউয়ের হয়ে মাঠে নেমেছেন ২১১ ম্যাচে। ২০১৪ সালে ম্যানইউ ছেড়ে নেমানজা পাড়ি জমান ইন্টার মিলানে। দুই মৌসুমে মাত্র ২৩টি ম্যাচ খেলেছেন মিলানের হয়ে।

ক্লাব ক্যারিয়ারে ৪৯১ ম্যাচ খেলা নেমানজা দেশের হয়ে খেলেছেন ৫৬টি ম্যাচ। ২০০২ সালে দেশের জার্সি গায়ে মাঠে নামা এই সেন্টারব্যাক ২০১১ সালে সার্বিয়া জাতীয় দল থেকে অবসর নেন।

ম্যানইউয়ের হয়ে আলো ছড়ানো নেমানজা ক্লাবটির হয়ে পাঁচবার প্রিমিয়ার লিগের শিরোপা, তিনবার লিগ কাপের শিরোপা, পাঁচবার এফএ কমিউনিটি শিল্ড কাপের শিরোপা, একবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা আর একবার ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপার স্বাদ নেন।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।