ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সেমিতে বার্সার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
সেমিতে বার্সার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা দেল রে’র সেমিফাইনালে উঠেছে চার দল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার সঙ্গে বাকি তিনটি দল ভ্যালেন্সিয়া, সেভিয়া আর সেল্টাভিগো সেমির টিকিট নিশ্চিত করায় শেষ চারে খেলতে নামবে দলগুলো।



শুক্রবার (২৯ জানুয়ারি) কোপা দেল রে’র সেমির ড্র অনুষ্ঠিত হয়। স্প্যানিশ ফেডারেশন অব ফুটবলের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই ড্র’তে জানানো হয়, আগামী ০৩ ও ০৪ ফেব্রুয়ারি শেষ চারের প্রথম লেগ অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় লেগের ম্যাচে দলগুলো মাঠে নামবে ১০ ও ১১ ফেব্রুয়ারি।

কোপা দেল রে’র সেমিতে বর্তমান চ্যাম্পিয়ন মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সার মুখোমুখি হবে ভ্যালেন্সিয়া। আর সেভিয়ার বিপক্ষে লড়বে সেল্টাভিগো।

আগামী ২১ মে কোপার ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।