ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

সেরেনাকে ইতিহাস গড়তে দিলেন না কারবার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
সেরেনাকে ইতিহাস গড়তে দিলেন না কারবার ছবি : সংগৃহীত

ঢাকা: বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতলেন জার্মান তারকা অ্যাঞ্জেলিক কারবার। বিশ্ব টেনিসকে চমকে দিয়ে এক নম্বর তারকা সেরেনা উইলিয়ামসকে হারিয়ে শিরোপা জিতলেন কারবার।



মার্কিন তারকা সেরেনাকে ৬-৪, ৬-৩ ও ৬-৪ সেটে হারিয়ে দিয়ে প্রথমবারের মতো গ্র্যান্ডস্ল্যাম জিতলেন ২৮ বছর বয়সী কারবার।

রড লেভার অ্যারেনায় ফাইনালের মঞ্চে নামার আগে ডব্লুটিএ সার্কিটে কারবার জেতেন ৭টি শিরোপা। আর অভিজ্ঞ সেরেনা অস্ট্রেলিয়ান শিরোপা ৬বার জেতার পাশাপাশি ছিলেন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে।

উন্মুক্ত যুগের মহিলা টেনিসে স্টেফি গ্রাফ সর্বোচ্চ ২২টি গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন। আজকের ফাইনালে সেরেনা জিতলেই স্টেফি গ্রাফের সেই রেকর্ড ছুঁয়ে ফেলতে পারতেন ৩৪ বছর বয়সী মার্কিন চ্যাম্পিয়ন সেরেনা। তবে, স্টেফিগ্রাফের স্বদেশী কারবার সেরেনাকে আরও অপেক্ষায় রাখলেন।

মারিয়া শারাপোভা এবং অ্যাগ্নিয়েস্কা রাদাওয়ানস্কার মতো প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন সেরেনা। অপরদিকে কারবার সেমি ফাইনালে জোহানা কন্টাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন।

এর আগে ২০০৩, ২০০৫, ২০০৭, ২০০৯, ২০১০ ও ২০১৫ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ঘরে তুলেছেন সেরেনা। আরো একবার এই শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছে ব্যর্থ হলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৬
এমআর

** ফাইনালের টিকিট নিশ্চিত করলেন মারে
** টানা তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম জিতলেন সানিয়া-হিঙ্গিস
** ফেদেরারকে উড়িয়ে ফাইনালে জোকোভিচ
** ফাইনালে অদম্য সেরেনা, প্রতিপক্ষ কেরবার
** ফেরারকে হারিয়ে শেষ চারে মারে
** সেমিতে মুখোমুখি জোকোভিচ-ফেদেরার
** বার্ডিচকে হারিয়ে সেমিতে ফেদেরার
** সেমিতে সানিয়া-হিঙ্গিস জুটি
** শারাপোভাকে হারিয়ে সেমিতে সেরেনা
** জোকোভিচ-ফেদেরারের পর কোয়ার্টারে মারে
** দাপুটে জয়ে কোয়ার্টারে সানিয়া-হিঙ্গিস জুটি
** কোয়ার্টারে সেরেনার মুখোমুখি শারাপোভা
** শেষ আটে জোকোভিচ-ফেদেরার
** অপ্রতিরোধ্য সানিয়া-হিঙ্গিস জুটি
** শেষ ষোলোতে জোকোভিচ-ফেদেরার-সেরেনা
** ৬০০তম ম্যাচ জিতে চতুর্থ রাউন্ডে শারাপোভা
** তৃতীয় রাউন্ড নিশ্চিত করলেন মারে
** দাপুটে জয়ে তৃতীয় রাউন্ডে জোকোভিচ
** দুরন্ত গতিতে ছুটছেন ফেদেরার
** তৃতীয় রাউন্ডে সেরেনা-শারাপোভা
** অঘটনের শিকার নাদালের বিদায়
** প্রথম রাউন্ডে মারের শুভ সূচনা
** দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ফেদেরার-শারাপোভা
** জয়ে শুরু জকোভিচ-সেরেনার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।