ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

অনতা ও সরনোভার সঙ্গে শীর্ষে জান্নাতুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
অনতা ও সরনোভার সঙ্গে শীর্ষে জান্নাতুল

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ও শেখ রাসেল চেস ক্লাবের আয়োজনে ঢাকা শহরের স্কুল ছাত্র-ছাত্রীদের জন্য শেখ রাসেল আন্তঃ স্কুল দাবা প্রতিযোগিতার খেলা শনিবার (৩০ জানুয়ারি) হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে।

৬০টি স্কুলের ৮৮জন ছাত্র এবং ১৮ জন ছাত্রী এ ইভেন্টে অংশগ্রহণ করেন।

শনিবার ছাত্রদের গ্রুপের পঞ্চম রাউন্ডের খেলা শেষে পূর্ণ ৫ পয়েন্ট করে নিয়ে অনতা চৌধুরী ও সরনোভা চৌধুরী যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন এবং ছাত্রীদের গ্রুপের চতুর্থ রাউন্ডের খেলা শেষে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে জান্নাতুল ফেরদৌস পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান জনাব মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে উপিস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শেখ রাসেল চেস ক্লাবের সভাপতি এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি জনাব কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব গাজী সাইফুল তারেক। বক্তব্য রাখেন ওয়ালটন গ্রুপের প্রতিনিধি মেহরাব হোসেন আসিফ ও শেখ রাসেল চেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব আলাউদ্দিন সাজু।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।