ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মহিলা ভলিবলের সেমিফাইনাল রোববার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
মহিলা ভলিবলের সেমিফাইনাল রোববার ছবি: সংগৃহীত

ঢাকা: পপুলার লাইফ ইনস্যুরেন্স ঢাকা মহানগরী উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার, ওয়ারী ক্লাব, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ পুলিশ। পল্টন ভলিবল স্টেডিয়ামে রোববার (৩১ জানুয়ারি) সেমিফাইনালের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।



প্রতিযোগিতার দ্বিতীয় দিনে (শনিবার, ৩০ জানুয়ারি) মোট চারটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় বাংলাদেশ পুলিশ ৩-০ সেটে ভিকারুন নিসা নুন স্কুলকে হারায়।
 
দ্বিতীয় ম্যাচে ঢাকা বিশ্ববিদ্যালয় ৩-০ সেটে পরাজিত করে বিইউপি’কে।
 
তৃতীয় ম্যাচে ওয়ারী ক্লাব ৩-০ সেটে সহজেই হারায় ভিকারুন নিসাকে। দিনের চতুর্থ ও শেষ ম্যাচে বাংলাদেশ আনসার ৩-০ সেটে জয় পায় বিইউপি’র বিপক্ষে।

রোববার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় প্রথম সেমিতে মুখোমুখি হবে ক-গ্রুপ চ্যাম্পিয়ন ওয়ারী ক্লাব ও খ-গ্রুপ রানার্স আপ ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে লড়বে খ-গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার ও ক-গ্রুপ রানার্স আপ বাংলাদেশ পুলিশ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৬
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।