ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

শীর্ষে বার্সা, এগিয়ে থেকেও ব্যর্থ অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
শীর্ষে বার্সা, এগিয়ে থেকেও ব্যর্থ অ্যাতলেতিকো ছবি: সংগৃহীত

ঢাকা: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে লা লিগার এবারের আসরের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামে কাতালানদের পিছু না ছাড়া অ্যাতলেতিকো মাদ্রিদ। পিছিয়ে পড়েও জয় পেয়েছে মেসি-নেইমার-সুয়ারেজদের বার্সা।

বর্তমান চ্যাম্পিয়নরা ঘরের মাঠে ৯৫ হাজার দর্শকের উপস্থিতিতে অ্যাতলেতিকোকে ২-১ গোলে হারিয়ে এককভাবে শীর্ষস্থান দখল করে।

ম্যাচে প্রথম লিড নেয় অ্যাতলেতিকো। কোকের গোলে এগিয়ে যায় অতিথি দলটি। তবে, মেসি আর সুয়ারেজের দাপুটে গোলে আর নয়জনের দল নিয়ে হেরে বসতে হয় দিয়েগো সিমিওনের শিষ্যদের।

চলতি আসরের প্রথম পর্বে বার্সা ২-১ গোলে অ্যাতলেতিকো মাদ্রিদকে তাদেরই মাঠ ভিসেন্তে দেল কালদেরনে হারিয়েছিল। দু’দল সমান ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামে। তবে, দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকোর থেকে এক ম্যাচ কম খেলে লুইস এনরিকের শিষ্যরা।

ম্যাচের প্রথম একাদশে বার্সা কোচ এনরিক মাঠে নামান ক্লদিয়ো ব্রাভো, জেরার্ড পিকে, ইভান রেকিটিচ, দানি আলভেজ, মাসচেরানো, জরদি আলবা, বাসকুয়েটস, আন্দ্রেস ইনিয়েস্তা, লিওনেল মেসি, নেইমার আর লুইস সুয়ারেজকে। অপরদিকে, দিয়েগো সিমিওন অ্যাতলেতিকোর প্রথম একাদশে মাঠে নামান ওব্লাক, হুয়ানফ্রান, জিমিনেজ, দিয়েগো গডিন, ফিলিপ লুইস, কোকে, সাউল,গ্যাবি, ফার্নান্দেজ, ফেরেইরা ক্যারাসকো আর গ্রিজম্যানকে।

ম্যাচের দশম মিনিটেই লিড নেয় অতিথি হয়ে খেলতে নামা অ্যাতলেতিকো। সাউলের অ্যাসিস্ট থেকে গোল করেন স্পেনের মিডফিল্ডার কোকে। ম্যাচে ফিরতে মরিয়া স্বাগতিক বার্সা ম্যাচের ২৯ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায়। ইনিয়েস্তার বাড়ানো বলে জোরালো শট নেন সুয়ারেজ। তবে, তাদের এ প্রচেষ্টা ব্যর্থ করে দেন অ্যাতলেতিকোর গোলরক্ষক।

পরের মিনিটেই সমতায় ফেরে কাতালানরা। বার্সাকে সমতায় ফেরান বিশ্বের সেরা স্ট্রাইকার মেসি। নেইমারের বাড়ানো বল পান আলবা। সেখান থেকে বল পান মেসি। আর্জেন্টাইন তারকার কোনো সমস্যাই হয়নি জালে বল জড়াতে।

ম্যাচের ৩৮তম মিনিটে ব্যবধান বাড়ায় বার্সা। প্রথমবারের মতো লিড নিতে দলকে গোল পাইয়ে দেন সুয়ারেজ। ব্রাজিল তারকা ডিফেন্ডার দানি আলভেজের সহায়তায় গোলটি করেন উরুগুয়ের তারকা সুয়ারেজ। ফলে, ২-১ গোলে এগিয়ে যায় বার্সা।

ম্যাচের ৪৪তম মিনিটে দশজনের দলে পরিণত হয় অ্যাতলেতিকো। মেসিকে বাজেভাবে ট্যাকলের মাশুল দিতে হয় ব্রাজিলের ডিফেন্ডার ফিলিপে লুইসকে। লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় তাকে। বিরতির আগে ২-১ গোলের লিড ধরে রেখে বিশ্রামে যায় স্বাগতিক বার্সা।

বিরতির পর বেশ রক্ষণাত্মক খেলা অ্যাতলেতিকো আরও বড় ধাক্কা খায় ম্যাচের ৬৪তম মিনিটে। সুয়ারেজকে অবৈধভাবে ট্যাকল করায় হলুদ কার্ড দেখতে হয় দিয়েগো গডিনকে। আগেই একবার হলুদ কার্ড দেখা গডিনকে মাঠ ত্যাগ করতে হয়। ফলে, নয়জনের দলে পরিণত হয় অ্যাতলেতিকো।

৬৭তম মিনিটে ইভান রেকিটিচকে তুলে বদলি হিসেবে এনরিক মাঠে নামান আরদা তুরানকে। সাবেক ক্লাবের বিপক্ষে মাঠে নামেন তুরান।

নয়জনের দল নিয়ে খেই হারিয়ে ফেলা অ্যাতলেতিকো আর ম্যাচে ফিরতে পারেনি। বাকি সময়টা বার্সার আক্রমণভাগকে সামলাতে ব্যস্ত হয়ে পড়ে ছন্দহীন অ্যাতলেতিকো। তবে, কাতালানরাও আর স্কোরের পরিবর্তন ঘটাতে পারেনি। ফলে, প্রথমার্ধে দেওয়া ২-১ গোল নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

এ ম্যাচে জয়ের ফলে বার্সা পয়েন্ট টেবিলের এক নম্বর স্থান ধরে রাখলো। ২১ ম্যাচে সর্বোচ্চ ৫১ পয়েন্ট কাতালানদের। এক ম্যাচ বেশি খেলা অ্যাতলেতিকোর পয়েন্ট ৪৮, অবস্থান দুইয়ে। আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ২১ ম্যাচে সংগ্রহ করেছে ৪৪ পয়েন্ট। টেবিলে তাদের অবস্থান তিন নম্বরে।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ৩০ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।