ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ইহেনাচোর হ্যাটট্রিকে পঞ্চম রাউন্ডে সিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
ইহেনাচোর হ্যাটট্রিকে পঞ্চম রাউন্ডে সিটি ছবি: সংগৃহীত

ঢাকা: কেলেচি ইহেনাচোর দুর্দান্ত হ্যাটট্রিকে এফএ কাপের চতুর্থ রাউন্ডে ‍অ্যাস্টনভিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। আর এ জয়ের ফলে আসরের পঞ্চম রাউন্ডে পৌঁছে গেল ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা।

জয়ী দলের হয়ে বাকি গোলটি করেন রাহিম স্টারলিং।

শনিবার রাতে অ্যাস্টনভিয়ার ঘরের মাঠ ভিলা পার্কে অতিথি হিসেবে খেলতে নামে ম্যানসিটি। তবে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়ে বড় জয় তুলে নেয় সফরকারীরা।

এদিন খেলার মাত্র চার মিনিটেই তরুণ স্ট্রাইকার ইহেনাচো গোল করে দলকে এগিয়ে নেন। আর খেলার ২৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিড দ্বিগুন করেন ১৯ বছর বয়সী নাইজেরিয়ান ইহেনাচো। পরে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিটিজেনরা।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধারা অব্যাহত রাখে ইতিহাদ স্টেডিয়ামের দলটি। আর ৭৪ মিনিটে দারুণ এক গোল করে নিজের হ্যাটট্রিক পূরণ করেন ইহেনাচো। দুই মিনিট পরে দলের বড় জয় নিশ্চিত করতে লিড চারে নিয়ে যান স্টারলিং। তবে দিনটি যে ইহেনাচোরই ছিলো। স্টারলিংয়ের করা গোলটিও এসেছে নাইজেরিয়ান ফরোয়ার্ডের পাস থেকে।

খেলার বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে পেলেগ্রিনির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, ৩১ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।