ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

রূপগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
রূপগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): রূপগঞ্জে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) রাত ১১টায় উপজেলার মর্তুজাবাদ এলাকায় ব্যাডমিন্টনের ফাইনাল খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

 

মরহুম হাজী মতিউর রহমান ফাউন্ডেশন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্যোগে ফাইনাল খেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান।

এতে বিশেষ অতিথি ছিলেন- ভুলতা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন, জেলা যুবদল নেতা আব্দুল কাইয়ুম প্রধান, উপজেলা শ্রমিকদল সভাপতি আমির হোসেন, মৎসজীবী দলের সভাপতি আব্দুল মালেক, ভুলতা জেনারেল হাসপাতালের পরিচালক নুর হোসেন ও ব্যবসায়ী আব্দুর রহিম।

সেখানে আরও উপস্থিত ছিলেন- শ্রমিকদল নেতা সোহরাব হোসেন, ছাত্রদল নেতা রাসেল আহাম্মেদ, শরীফ মিয়া, আয়নল, আমিনুল, আল-আমিন, ফারুক মিয়া, জসীম, মাসুদ, ইলিয়াস, শামিম, রানা, নাঈম, শরীফ, রবিন, রাসেল, নাদিম, সজিব, আরিফ, রাজমুল, কাউসার, আলী, মহি, স্বপন, টিপু, নুরা, সিরাজুল, আফজল, জামান প্রমুখ।

ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় মর্তুজাবাদ বনাব টেকপাড়া অংশ গ্রহণ করে। এতে টেকপাড়া বিজয়ী হয়। পরে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে একটি এলইডি টেলিভিশন পুরস্কার দেন।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।