ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

লন্ডনের রাস্তায় আহত ব্যক্তির পাশে বেকহ্যাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
লন্ডনের রাস্তায় আহত ব্যক্তির পাশে বেকহ্যাম ছবি : সংগৃহীত

ঢাকা: ফুটবলে নিজেকে কিংবদন্তি হিসেবে প্রমাণ করেছেন। এবার মাঠের বাইরে সবার হৃদয় ছুঁয়েছেন ডেভিড বেকহ্যাম।

লন্ডনের রাস্তায় অ্যাম্বুলেন্সের অপেক্ষায় থাকা আহত ব্যক্তির সাহায্যে এগিয়ে এসে প্রশংসা কুঁড়িয়েছেন ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি মিডফিল্ডার।

সেন্ট্রাল লন্ডনের রাস্তায় এক বয়স্ক ব্যক্তি দুর্ঘটনার শিকার হন। তাকে উদ্ধারে ছুটে আসেন লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের সাইকেল ইউনিটের সিনিয়র কর্মী ক্যাথরিন মেনার্ড। অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে দেখে প্রচন্ড ঠান্ডা আবহাওয়ার মধ্যে যতটা সম্ভব আহত ব্যক্তিটিকে উষ্ণ রাখার চেষ্টা করেন ক্যাথরিন।

এমন অবস্থায় হঠাৎই স্বদেশী ফুটবল কিংবদন্তি বেকহ্যামকে আবিস্কার করেন ক্যাথরিন। এ ব্যাপারে তার ভাষ্য, ‘হাসপাতালে নেওয়ার জন্য আহত রোগীকে নিয়ে আমি অ্যাম্বুলেন্সের জন্য রাস্তায় অপেক্ষা করছিলাম। হঠাৎ দেখতে পাই, ডেভিড বেকহ্যামের মতো একজন আমাদের অতিক্রম করে সামনে গিয়ে হ্যালো বলে আমাদের গাড়িতে বসতে বলেন। আমি তাকে বলেছিলাম আমি চিকিৎসা করছি। আমার মনে হচ্ছিল, তিনি ছিলেন ডেভিড বেকহ্যাম। ’

ক্যাথরিন যোগ করেন, ‘দশ মিনিট পর তিনি (বেকহ্যাম) আমার জন্য কফি ও রোগীর জন্য এক কাপ চা নিয়ে আসেন। আমরা দু’জনই এতে খুবই খুশি ও অভিভূত হই। আমার বিশ্বাসই হচ্ছিল না যে, বেকহ্যাম আমাদের জন্য গরম পানীয় নিয়ে আসবেন। ’

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টাম ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।