ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

জিদান-রিয়ালের স্থায়ী চুক্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
জিদান-রিয়ালের স্থায়ী চুক্তি ছবি: সংগৃহীত

ঢাকা: গত মাসের শুরুতে রাফা বেনিতেজকে বরখাস্ত করে জিনেদিন জিদানের হাতে কোচের দায়িত্ব দেয় রিয়াল মাদ্রিদ। ফ্রেঞ্চ কিংবদন্তির আবির্ভাবের পর গ্যালাকটিকোদের চেহারাটাও যেন বদলে যায়।

যেন জাদুকরী স্পর্শ!  এতেই জিদানের সঙ্গে দুই বছরের স্থায়ী চুক্তি করতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।

একটি সূত্রের বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। সূত্রমতে, দুই বছরের স্থায়ী চুক্তি করতে জিদান ও রিয়াল দুই পক্ষই সম্মত হয়েছে। তাই ২০১৮ সাল পর্যন্ত বার্নাব্যুতে থাকছেন জিদান।

অবশ্য, রিয়ালের পক্ষ থেকে এখনো অফিসিয়ালি কোনো ‍বিবৃতি দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবেই বেনিতেজের স্থলাভিষিক্ত হয়েছিলেন জিদান। তখন কোনো স্থায়ী চুক্তির খবর পাওয়া যায়নি। সে যাই হোক, তার অধীনে রিয়াল যেভাবে পারফর্ম করে যাচ্ছে তাতে করে দীর্ঘমেয়াদি চুক্তি তো অনুমিতই!

গুঞ্জন সত্য হলে, অন্তত আরো দুই মৌসুম রিয়ালের কোচের দায়িত্বে থাকছেন জিদান। আর সাফল্যধারা বজায় থাকলে কিন্তু চুক্তি নবায়ন হতেও সময় লাগবে না। আপাতদৃষ্টিতে, কোচ হিসেবে যোগ্য ব্যক্তিকেই খুঁজে পেয়েছে রিয়াল। ‘বিশ্বসেরা’ ক্লাবের জন্য এমন কোচই তো চাই!

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
আরএম


** জিদানের জাদুকরী স্পর্শ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।