ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

ভারোত্তোলনে বাংলাদেশের ব্রোঞ্জ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ভারোত্তোলনে বাংলাদেশের ব্রোঞ্জ জয় ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের গুয়াহাটিতে শুরু হয়েছে এসএ গেমসের ১২তম আসর। আর আসরের দ্বিতীয় দিনেই দেশকে ব্রোঞ্জ পদক এনে দিলেন মোল্লা সাবিরা সুলতানা।

তার এই পদক জয়ে এসএ গেমসের এবারের আসরে প্রথম পদকের দেখা পেল বাংলাদেশ।

শনিবার (০৬ ফেব্রুয়ারি) গুয়াহাটির ফোকেশ্বরি ফুকনোণী ইনডোর স্টেডিয়ামে ৪৮ কেজিতে ব্রোঞ্জ জেতেন বাংলাদেশি এই নারী ভারোত্তোলক।
 
একই ইভেন্টে ১৬৯ কেজি তুলে স্বর্ণ জিতেছেন ভারতের মীরাবাই চানু আর ১৪৫ কেজি তুলে রৌপ্য জয়ের গৌবর লাভ করেন শ্রীলঙ্কার দিনুশা হানসানি।

উল্লেখ্য, এসএ গেমসের এবারের আসরে প্রথমবারের মতো মেয়েদের বিভাগে ভারোত্তোলন অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।