ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

মেয়েরা জিতলেও হেরেছে ছেলেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৬
মেয়েরা জিতলেও হেরেছে ছেলেরা ছবি: সংগৃহীত

ঢাকা: ভারতে অনুষ্ঠিত এসএ গেমসের ১২তম আসরে টেবিল টেনিসের নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশের মেয়েরা ও ভারতের ছেলেরা। প্রথম রাউন্ডের খেলায় ভারতের কাছে ৩-০ তে হেরে যায় বাংলাদেশের ছেলেরা।

আর আফগানিস্তানের নারী দলকে সমান ব্যবধানে হারায় বাংলাদেশের মেয়েরা।

শনিবার (৬ ফেব্রুয়ারি) ছেলেদের টেবিল টেনিসের প্রথম রাউন্ডে ভারতের বিপক্ষে খেলতে নেমে শুরু থেকেই দলটির কৌশল ও স্ম্যাশের সামনে বলতে গেলে এক রকম উড়েই যায় বাংলাদেশ। প্রথম গেম জিতে ভারত এগিয়ে যায় ১-০ তে। একই ধারাবাহিকতা অব্যাহত রেখে পরের দুই গেম টানা ২-০ তে জিতে বাংলাদেশকে ৩-০ তে হারিয়ে এবারের আসরে শুভ সূচনা করে ভারতের পুরুষ টেবিল টেনিস দল।

অন্যদিকে, আফগান মেয়েদের বিপক্ষে বলতে গেলে ম্যাচের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত প্রভাব বিস্তার করে ৩-০ তে জয় নিয়ে এবারের আসরে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ নারী টেবিল টেনিস দল।
 
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ৬ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।