ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

খেলা

ইবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন আইন বিভাগ

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
ইবির আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন আইন বিভাগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা-২০১৫-১৬ এ চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ।
 
রোববার (০৭ ফেব্রুয়ারি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হলো বিভাগটি।


 
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে শুরু হয় প্রতিযোগিতার ফাইনাল খেলা। শুরুতেই হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ ব্যাট করে ১৩৮ রানের টার্গেট দেয়। জবাবে আইন বিভাগ ২০ তম ওভারে ৭ উইকেট হাতে রেখেই জয় পেয়ে যায়।
 
এদিকে, আন্তঃহল ক্রিকেটে জিয়াউর রহমান হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। মেয়েদের হলে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল খালেদা জিয়া হলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।  
 
প্রতিযোগিতা শেষে দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় ক্রীড়া বিভাগের পরিচালক মোহাম্মদ সোহেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার।  
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এমতাজ হোসেন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬      
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।