ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

খেলা

ফুটবলে নারী দলের লঙ্কা জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
ফুটবলে নারী দলের লঙ্কা জয় ছবি: সংগৃহীত

ঢাকা: এসএ গেমসের ফুটবলে জয় খরা কাটালো বাংলাদেশ। কৃষ্ণা রানীর জোড়া গোলে শ্রীলঙ্কাকে ২-১ গোলে হারিয়ে এই গৌরবের জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।



শিলংয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মেয়েদের বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক খেলে বাংলাদেশ। কিন্তু তাতে খুব বেশি ইতিবাচক ফলাফল বয়ে আনতে পারেননি লাল সবুজের প্রমীলারা।

তবে, প্রথমার্ধে না পারলেও দ্বিতীয়ার্ধে ঠিকই গোলের দেখা পেয়ে জয়ও তুলে নেয় লাল-সবুজের দলটি।

দ্বিতীয়ার্ধের ৬৯ ও ৮৬ মিনিটে কৃষ্ণার জোড়া গোলে ২-১ এ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। লঙ্কানদের হয়ে একমাত্র গোলটি আসে ম্যাচের ৭০ মিনিটের মাথায়।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ৭ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।