ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

খেলা

তিন পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
তিন পয়েন্ট নিয়ে তিনে আর্সেনাল ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান আসরে টানা চার ম্যাচ জয়শূন্য থাকা আর্সেনাল এবারে জয়ের মুখ দেখেছে। দুর্বল দল বার্নমাউথকে ২-০ গোলে হারিয়েছে গানাররা।



বার্নমাউথের ঘরের মাঠে আর্সেনালের হয়ে গোল করেন জার্মান তারকা মেসুত ওজিল এবং অ্যালেক্স চেম্বারলেইন।

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল স্বাগতিক বার্নমাউথ। তবে, প্রথম যাত্রায় আর্সেনালকে রক্ষা করেন গোলরক্ষক পিতর চেক। ২৩তম মিনিটে লিড নেয় অতিথিরা। আর্সেনালের হয়ে প্রথম গোলটি আসে ওজিলের পা থেকে। অলিভার জিরুদের কাছ থেকে বল পেয়ে জোরালো শটে গানারদের ১-০ গোলে এগিয়ে নেন ওজিল।

পরের মিনিটেই ব্যবধান দ্বিগুন করেন চেম্বারলেইন। তার কোনাকুনি শটে আর্সেনাল এগিয়ে যায় ২-০ গোলে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে এই স্কোরেই পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

এ ম্যাচে জয়ের ফলে পয়েন্ট টেবিলে তিন নম্বর জায়গাটি ধরেছে আর্সেনাল। ২৫ ম্যাচের তাদের অর্জন ৪৮ পয়েন্ট। সমান পয়েন্ট নিয়েও গোল ব্যবধানে এগিয়ে থাকা টটেনহাম দুইয়ে। সর্বোচ্চ ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিচেস্টার সিটি। আর ৪৭ পয়েন্ট নিয়ে তিন থেকে চারে নেমে গেছে ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।