ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

বায়ার্নেই থিতু হচ্ছেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৬
বায়ার্নেই থিতু হচ্ছেন লেভানডফস্কি ছবি: সংগৃহীত

ঢাকা: সম্প্রতি রবার্ট লেভানডফস্কিকে পেতে রিয়াল মাদ্রিদের আগ্রহের বিষয়টি প্রকাশ করেন বায়ার্ন মিউনিখ প্রেসিডেন্ট ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। পোলিশ স্ট্রাইকারকে দলে ভেড়ানোর দৌড়ে রয়েছে পিএসজির কথাও উঠে আসে।

তবে দুই ক্লাব থেকে এখন পর্যন্ত নাকি কোনো আনুষ্ঠানিক ‍অার্থিক প্রস্তাবই দেওয়া হয়নি।

তাই বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়নের আলোচনা শুরু করেছেন লেভানডফস্কি। তার এজেন্ট সিজারি কুচার্সকি এমন ঘোষণাই দিয়েছেন। তবে কী অ্যালিয়াঞ্জ অ্যারেনায় লম্বা সময়ের জন্যই থেকে যাবেন ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার। অবশ্য, এ বিষয়ে এখনো অফিসিয়ালি কোনো বিবৃতি দেয়নি জার্মান জায়ান্টরা।

এক সাক্ষাৎকারে সিজারি কুচার্সকি বলেন, ‘হ্যাঁ, আমরা আলোচনা শুরু করেছি (লেভানডফস্কির চুক্তি নবায়ন)। আমি এটা নিশ্চিত করছি। তবে নির্দিষ্ট করে কোনো কিছু বলতে চাচ্ছি না। কারণ, এটি গোপনীয় ব্যাপার। ’

লেভানডফস্কির এজেন্ট যোগ করেন, ‘রিয়াল কিংবা পিএসজি পক্ষ থেকে দলবদলের ব্যাপারে কোনো যোগাযোগ করা হয়নি। এটা শুধুমাত্রই গুজব। লেভানডফস্কিকে ঘিরে এমন গুজবই প্রমাণ করে তিনি কোন মাপের খেলোয়াড়। শুধুমাত্র পোল্যান্ড ‍বা জার্মানিতেই নয়, গোটা ইউরোপজুড়েই তার পরিচিতি। সবচেয়ে বড় কথা হচ্ছে, লেভানডফস্কি এমন একটি ক্লাবে আছে যেখানে তিনি নিজেকে মানিয়ে নিয়েছেন। তাই ক্লাব পরিবর্তনের কোনো প্রয়োজনই নেই। ’

উল্লেখ্য, বাভারিয়ানদের হয়ে দুর্দান্ত ফর্মে থাকা লেভানডফস্কি চলতি মৌসুমে এরই মধ্যে ২৯ ম্যাচে ২৭টি গোল করেছেন। গত মৌসুমে বুরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে বায়ার্নে পাড়ি জমান বিশ্বের অন্যতম সেরা এ ফিনিশার।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।