ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

দামামা বাজছে বসুন্ধরা গলফের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
দামামা বাজছে বসুন্ধরা গলফের ছবি: কাশেম হারুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই কুর্মিটোলা গলফ ক্লাবের সবুজ কোর্সে শুরু হবে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ ২০১৬’ এর দ্বিতীয় আসর।

১০ ফেব্রুয়ারি (বুধবার) আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করবে এবারের এশিয়ান ট্যুর। সে উপলক্ষে এখানে সাজসাজ রব।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি), তখনও দিনের আলো ফোটেনি। রাতের শেষ প্রহরের অন্ধকার ও কুর্মিটোলা গলফ ক্লাবের কৃত্রিম আলোয় ক্লাব চত্বরে ঢুকেই টের পাওয়া গেলো এখানে ‘বড়’ কোনোকিছুর ‘মহাযজ্ঞ’ চলছে।

আর সেই মহাযজ্ঞকে সামনে রেখে ফজরের আযানের পর থেকেই ক্লাবের ভেতরে ও বাইরে গলায় অ্যাক্রিডেশন কার্ড ঝুলিয়ে কর্মব্যস্ত হয়ে পড়েছেন ক্লাবটির কর্মকর্তা ও কর্মচারীরা। কেউ ছুঁটছিলেন স্টিকস কাঁধে, কেউবা গলফারদের স্টিকস গাড়িতে চাপিয়ে কোর্সে নিয়ে যেতে।

শুধুই কী কর্মকর্তা-কর্মচারী? টুর্নামেন্ট শুরুর আগে মঙ্গলবার শেষ দিনের প্রস্তুতি সেরে নিতে গলফ কোর্সে এসে হাজির হয়েছিলেন দেশ-বিদেশের পেশাদার গলফাররাও।

এভাবে প্রায় দেড় ঘণ্টা অতিবাহিত হওয়ার পর সকাল সাড়ে সাতটায় বেজে উঠলো একটি বাঁশি। লাল জামা, কালো প্যান্ট ও মাথায় ক্যাপ পড়া এক থাই ভদ্রলোক বাজালেন এই বাঁশি। তারপরেই এক নম্বর হোল থেকে শট নিয়ে দিনের ওয়ার্মআপ শুরু করলেন পেশাদার ও অ্যামেচার গলফাররা।

মঙ্গলবার এখানে মূলত ওয়ার্মআপ ম্যাচই অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী এ টুর্নামেন্ট শুরু হবে বুধবার।

বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ ২০১৬’ এর দ্বিতীয় আসর। এশিয়া, ইউরোপ ও আফ্রিকার ২৩১ জন গলফার অংশ নেবেন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

বসুন্ধরা গলফের এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন ৩০ জন গলফার। এর মধ্যে ২৫ জন প্রফেশনাল ও ৫ জন অ্যামেচার।

টুর্নামেন্টের এবারের মোট প্রাইজমানি ৩ লাখ মার্কিন ডলার। এছাড়া আয়োজনের জন্য খরচ হবে আরও ২ লাখ ডলারের মতো। পুরো অর্থ দেবে পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপ।

এদিকে, গতবারের ধারাবাহিকতায় এবারের আসরেও আছেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমানসহ সুজিত, মাজেদ, দুলাল, জামাল, মিলন ও লিটন হাওলাদার।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এইচএল/জেডএস   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।