ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

কুর্মিটোলায় সিদ্দিকুরের ব্যস্ত সময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
কুর্মিটোলায় সিদ্দিকুরের ব্যস্ত সময় ছবি: কাশেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গেল বছরের ধারাবাহিকতায় এ বছরও কুর্মিটোলার গলফ কোর্সে আসর বসছে ‘বসুন্ধরা বাংলাদেশ ওপেন গলফ ২০১৬’। বসুন্ধরা গ্রপের পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ গলফ ফেডারেশনের সার্বিক তত্বাবধানে এবং এশিয়ান ট্যুরের অনুমোদনক্রমে বুধবার (১০ ফেব্রুয়ারি) শুরু হবে টুর্নামেন্টের দ্বিতীয় আসরের।

আর এই আসরকে সামনে রেখে শেষ প্রস্তুতিতে অংশ নিলেন দেশসেরা গলফার মোহাম্মদ সিদ্দিকুর রহমান।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে কুর্মিটোলা গলফ কোর্সে নিজের অনুশীলন শুরু করেন সিদ্দিকুর। অনুশীলন চলে দুপুর পর্যন্ত।

এর আগে, এশিয়ান ট্যুরের প্রথম আসরে নিজেকে ততটা মেলে ধরতে পারেননি ২০১০ এর ব্রুনেই ওপেন জয়ী বাংলাদেশি গলফার সিদ্দিকুর। ফাইনালে পারের চেয়ে ৪ শট বেশি খেলে সম্মিলিত ভাবে ছিলেন ৩৮ নম্বরে।

তবে, গেল আসরে না পারলেও এবারের আসরে নিশ্চয়ই নিজেকে ফিরে পাবেন সিদ্দিকুর। সে আশা নিয়েই গলফ কোর্সে সময় কাটান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ৯ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।