ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

কিডনি সমস্যায় মেসির মেডিকেল টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
কিডনি সমস্যায় মেসির মেডিকেল টেস্ট ছবি: সংগৃহীত

ঢাকা: গত ডিসেম্বর থেকে কিডনির সমস্যায় ভোগা লিওনেল মেসির আবারও অস্ত্রপ্রচার করা লাগবে কী না তা জানতে তাকে আরও কিছু মেডিকেল টেস্ট করানো হবে। এমনটিই নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের ক্লাব বার্সেলোনা।



বুধবার (১০ ফেব্রুয়ারি) মূল দলের অনুশীলনে ফেরার কথা রয়েছে পঞ্চমবার ব্যালন ডি’অর জয়ী এ তারকার।

এর আগে কিডনিতে পাথর ধরা পড়ায় আর্জেন্টাইন অধিনায়ক বার্সার হয়ে জাপানে ক্লাব বিশ্বকাপে খেলতে পারেননি। পরে অস্ত্রোপচার করে তার কিডনি থেকে একটি পাথর বের করা হয়েছিল।

স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়, মেসির সঠিক সুস্থতার জন্য ছোট একটি অস্ত্রপ্রচার করা হবে। যার কারণে ২৮ বছর বয়সী এ তারকাকে একটি ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে। তবে, ক্লাব সূত্র থেকে জানানো হয়, অস্ত্রোপচার করাতে হবে না মেসিকে। তার কিডনির আরও কোনো সমস্যা আছে কী না তা জানতেই শুধু মেডিকেল টেস্ট করানো হবে।

বার্সেলোনার এক বিবৃতিতে বলা হয়, ‘গত ডিসেম্বর থেকে কিডনির সমস্যায় ভোগা মেসির ভিন্ন কয়েকটি পরীক্ষা করা হবে। তবে বুধবার সে দলের অনুশীলনে ফিরবে। ’

এদিকে বুধবার অনুষ্ঠিত ভ্যালেন্সিয়ার বিপক্ষে কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে বিশ্রামে থাকতে পারেন মেসি। প্রথম লেগের খেলায় ৭-০ গোলের ব্যবধানে এগিয়ে কাতালানরা। সে ম্যাচে মেসি হ্যাটট্রিক করেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।