ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

নতুন রূপে ইংলিশ লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
নতুন রূপে ইংলিশ লিগ

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন লোগোর ছবি প্রকাশিত হয়েছে। ২০১৬-১৭ মৌসুম থেকে এর যাত্রা শুরু হচ্ছে।

টাইটেল স্পন্সর বার্কলেইস এর সঙ্গে চলতি মৌসুম শেষেই চার বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। তাই ইংল্যান্ডের শীর্ষ লিগটি শুধুমাত্র ‘দ্য প্রিমিয়ার লিগ’ নামেই দেখা যাবে।

প্রিমিয়ার লিগের নতুন লোগোতে সিংহের মুখের প্রতীকি ছবিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে। ১৯৯২ সালের উদ্বোধনী আসর থেকেই এটি ব্যবহৃত হয়ে আসছে।

গত বছরের জুলাইতে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো সেন্ট্রাল স্পন্সরশিপ নীতিতে রাজি হয়। তার মানে দাঁড়ায়, আগামী মৌসুমে থাকছে না কোনো টাইটেল স্পন্সর। খেলোয়াড়দের জার্সিতে দেখা যাবেনা কোনো টাইটেল স্পন্সের নাম। এর ফলে, ইংলিশ ফুটবলের শীর্ষ লিগ কেবল ‘দ্য প্রিমিয়ার লিগ’ নামেই পরিচিতি পাবে। বার্কলেইস প্রিমিয়ার লিগ বলার আর সুযোগ থাকছে না।

গত চার বছর (২০১২ সাল থেকে) ধরেই ইংলিশ লিগে খেলা খেলোয়াড়দের জার্সিতে লেখা রয়েছে বার্কলেইস প্রিমিয়ার লিগ। কিন্তু, আগামী আগস্টে বার্কলেইস শব্দটা উঠে যাবে।

জানা যায়, প্রতি বছর বাবদ ৪০ মিলিয়ন পাউন্ডের চুক্তি নবায়ন না করার পথ বেছে নিয়েছে ব্রিটিশ মাল্টিন্যাশনাল ব্যাংকিং ও ফিন্যান্সিয়াল সার্ভিসেস কোম্পানি বার্কলেইস। ২০১৫-১৬ মৌসুম শেষেই এর মেয়াদ শেষ হচ্ছে। তাছাড়া প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষও টাইটেল স্পন্সর মডেল থেকে সরে এসেছে।

এদিকে, আগামী মৌসুমে একটি টাইটেল স্পন্সরের বদলে সাতটি মূল স্পন্সর পেতে যাচ্ছে। নাইকি ও ইএ স্পোর্টস এর নাম ইতোমধ্যেই জানা গেছে। কয়েক মাসের মধ্যেই বাকি পাঁচটির নাম ঘোষণা করা হবে।


বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।