ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

খেলা

রোনালদোর বিপক্ষে মেসির আরেকটি জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৬
রোনালদোর বিপক্ষে মেসির আরেকটি জয় ছবি : সংগৃহীত

ঢাকা: বছরের শুরুতেই ব্যালন ডি’অর জেতার দৌড়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে হার উপহার দেন লিওনেল মেসি। এবার মাঠের বাইরেও পর্তুগিজ তারকাতে হারিয়ে দিলেন আর্জেন্টাইন আইকন।

রোনালদোকে হটিয়ে নাকি বিশ্বের সবচেয়ে দামী গাড়ী কিনে নিয়েছেন মেসি।

স্প্যানিশ দৈনিক ‘স্পোর্ট’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। সূত্রমতে, ‘১৯৫৭ ফেরারি ৩৩৫ এস স্পাইডার স্ক্যাগলিয়েত্তি’ মডেলের গাড়িটি ৩২.১ মিলিয়ন ইউরোতে কিনেছেন মেসি। নিলাম ডাকে রোনালদোও অংশ নেন বলে জানা গেছে।

ফেরারির এই ক্লাসিক মডেলের মালিক ছিলেন ইতালিয়ান ধনকুব আলেসান্দ্রো পোর্তো। গত সপ্তাহে প্যারিসে এটি নিলামের মাধ্যমে রেকর্ড মূল্যে বিক্রি করে দেন তিনি। তবে ক্রেতার নাম গোপন রাখা হয়।

কিন্তু, পোর্তোর কোম্পানির একটি প্রেস রিলিজে মেসি-রোনালদো দু’জনেরই নিলাম প্রক্রিয়ায় সংশ্লিষ্টতার প্রমাণ মেলে। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে দামী গাড়ি কেনার দৌড়ে মেসিই জয়ী হয়েছেন বলে জানা যায়।

নিলাম ডাকে তোলা ঐতিহাসিক ফেরারি গাড়িটির প্রাথমিক মূল্য ধরা হয় ২০ মিলিয়ন ইউরো। ১৯৫৮ সালে কারবান গ্রান্ড প্রিক্সে (মোটর রেসিং প্রতিযোগিতা) এটি চালিয়েছিলেন কিংবদন্তি ব্রিটিশ ফর্মুলা ওয়ান চালক স্টার্লিং মস। ঘণ্টায় এর গতি ছিল ১২৪ মাইল বা ২০০ কি.মি.।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।