ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

গেটরেডের বিজ্ঞাপনে দুরন্ত মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
গেটরেডের বিজ্ঞাপনে দুরন্ত মেসি

ঢাকা: ইউরোপিয়ান চ্যালেঞ্জে আর্সেনালের স্বপ্ন প্রায় শেষ করে দিয়েছেন মেসি। তার জোড়া গোলেই ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে রক্ষণাত্মক খেলেও হারতে হয় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের।

তবে মেসির এমন কীর্তিতেও যাদের মন ভরেনি তাদের জন্য আর্জেন্টাইন অধিনায়ক নিয়ে এসেছেন প্রেরণাদায়ক এক কাহিনী।

ইংলিশ জায়ান্টদের স্বপ্ন ধুলিসাৎ করার দিনই বিখ্যাত পানীয় কোম্পনী গেটরেড তাদের নতুন একটি বিজ্ঞাপনের প্রচারণা চালায়। যেখানে মেসি নির্ভর গল্পটিতে দেখা যায় কোনো কিছুই অসম্ভব না।

বিজ্ঞাপনটিতে বোঝানো হয় জীবনে যত বাধাই আসুক না কেন, তা থেকে সরে যেও না। যতক্ষন তোমার পাঁ ও শ্বাসযন্ত্র ঠিক রয়েছে, ততক্ষন নিজেকে আলোকিত রাখো।

১ মিনিট ১৯ সেকেন্ডের এই ভিডিওটিতে সর্বশেষ মেসি যেই বার্তাটি দেন তা হলো, ‘জয়ের মধ্যে থাকো’।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলে জয় পায় বার্সেলোনা। প্রথম গোলটি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী দুর্দান্তভাবেই করেন। আর দ্বিতীয় গোল করেন পেনাল্টির সুযোগ নিয়ে।

বিজ্ঞাপনের ভিডিও লিংক-

বাংলাদেশ সময়: ১৪০১১ ঘণ্টা, ২৫ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।