ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

কষ্টার্জিত জয়ে শেষ ষোলোতে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
কষ্টার্জিত জয়ে শেষ ষোলোতে লিভারপুল ছবি: সংগৃহীত

ঢাকা: ঘরের মাঠে ১-০ গোলের জয়ে ইউরোপা লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে লিভারপুল। জার্মান ক্লাব অগসবার্গের বিপক্ষে শুরুতেই পেনাল্টি থেকে লিড নেয় অল রেডসরা।

এই এক গোলেই ম্যাচের নিষ্পত্তি ঘটে। এর আগে দু’দলের মধ্যকার প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

তাই বলা যায়, কষ্টার্জিত জয়ের সুবাদেই রাউন্ড ৩২-এর বাধা পার করে লিভারপুল। অ্যানফিল্ডে খেলা শুরুর চার মিনিটের মাথায় ডি-বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে হ্যান্ডবলের ফাঁদে পড়েন অগসবার্গ মিডফিল্ডার ডোমিনিক কোহর। সঙ্গে সঙ্গেই পেনাল্টির নির্দেশ দেন রেফারি।

স্পক কিক থেকে গোল আদায় করতে কোনো ভুল করেননি ইংলিশ মিডফিল্ডার জেমস মিলনার। বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে বেশ এগিয়ে থেকেও ব্যবধান বাড়াতে ব্যর্থ হন কুতিনহো-ফিরমিনো-স্টারিজরা। অন্যদিকে, একটি গোলের জন্য পুরো ম্যাচ জুড়েই হাহাকার করে ভিজিটররা। সমতায় ফিরলেই যে অ্যাওয়ে গোলের সুবাদে পরের রাউন্ডে উঠে যেত অগসবার্গ।

তবে রক্ষণভাগের দৃঢ়তায় প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি স্বাগতিকরা। শেষ পর্যন্ত ১-০ গোলের ঘাম ঝড়ানো জয় নিয়ে মাঠ ছাড়ে ইয়োর্গেন ক্লপের শিষ্যরা।

উল্লেখ্য, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে। আগামী ১০ মার্চ প্রথম লেগ ও ১৭ মার্চ ফিরতি পর্বের ম্যাচ মাঠে গড়াবে।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।