ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

খেলা

থেমে গেলো সানিয়া-হিঙ্গিস জুটির জয়রথ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৬
থেমে গেলো সানিয়া-হিঙ্গিস জুটির জয়রথ ছবি: সংগৃহীত

ঢাকা: অবশেষে থামল ভারতের টেনিস কুইন সানিয়া মির্জা আর তার সুইস পার্টনার মার্টিনা হিঙ্গিসের জয়রথ। টানা ৪১ ম্যাচ জয়ের পর হেরে গেল ইন্দো-সুইস টেনিসের জুটি।



কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে হেরেছেন বিশ্বের এক নম্বর মহিলা ডাবলস জুটি সানিয়া-হিঙ্গিস। রুশ জুটি এলেনা ভেসনিনা আর দারিয়া ক্যাসাতকিনার কাছে হেরে যান তারা।

রাশিয়ান জুটির কাছে ২-৬, ৬-৪ ও ১০-৫ সেটে হারেন সানিয়া-হিঙ্গিস জুটি।

গত বছরের আগস্টে দোহায় অনুষ্ঠিত সিনসিনাটি ওপেনে শেষবার হারের মুখ দেখেন সানিয়া-হিঙ্গিস। এরপর থেকে তারা জিতেছেন টানা তিনটি গ্র্যান্ড স্ল্যাম। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাও জেতেন তারা।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ২৬ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।