ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

বিশেষ শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
বিশেষ শিশুদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

ঢাকা: বিশেষ শিশুদের (বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক) নিয়ে কাজ করতে ১৯৭৪ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে সুইড (সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ইন্টেলেকচুয়ালি ডিসঅ্যাবল্ড) বাংলাদেশ।

বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের সুমহান লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে তারা।



তারই ধারাবাহিকতায় সুইড বাংলাদেশ আয়োজন করে বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক শিক্ষার্থীদের নিয়ে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জেলার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীরা।

শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অতিরিক্ত পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের সভাপতি মো. মোসলেম, জওয়াহেরুল ইসলাম মামুন ও কর্মকর্তা মো: আল আসাদুর রশিদসহ অন্যান্যরা।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী বীরেন শিকদার ওয়ালটন গ্রুপের প্রশংসা করে বলেন, ‘ওয়ালটন গ্রুপ আমাদের ক্রীড়াঙ্গনের প্রায় সবগুলো খেলাধুলার সঙ্গেই সম্পৃক্ত হচ্ছে। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। যাতে তারা আরো বেশি বেশি খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করতে পারে। ’

এবারের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ২৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে অর্জনকারী শিশু-কিশোরদের পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ২৭ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।