ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

হাঁটুর ইনজুরি কাটিয়ে এপ্রিলে ফিরছেন ফেদেরার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
হাঁটুর ইনজুরি কাটিয়ে এপ্রিলে ফিরছেন ফেদেরার ছবি: সংগৃহীত

ঢাকা: গত মাসে নোভাক জোকোভিচের বিপক্ষে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে হার মানেন। এরপর হাঁটুর সার্জারিটা করিয়ে নেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার।

তবে এখনো পুরোপুরি সেরে ওঠেননি সুইস টেনিস সেনসেশন।

মার্চে ফেদেরারের টেনিসে ফেরার কথা থাকলেও এক মাস পিছিয়ে এপ্রিলেই কোর্টে নামতে পারেন ১৭ বারের গ্র্যান্ড স্লাম জয়ী। নিজের ফেসবুক পেজে এমন ইঙ্গিতই দিয়েছেন ৩৪ বছর বয়সী এ টেনিস কিংবদন্তি।

এর আগে ফেদেরারের প্রত্যাশা ছিল, এটিপি মাস্টার্স ১০০০ ইভেন্টস ইন্ডিয়ান ওয়েলস অথবা মিয়ামি দিয়ে আগামী মাসেই কোর্টে নামবেন। কিন্তু, এখন তার পরিবর্তে এপ্রিলে ফ্রান্সের মন্টে-কার্লো মাস্টার্সে ফেরার সম্ভাবনাই বেশি।

ফেসবুক পেজে ফেদেরার তার অনুশীলনের ছবি দেওয়ার পাশাপাশি উল্লেখ করেন, ‘বছরের এখনো অনেকটা সময় পরে আছে। খুব শিগগিরই ফিরছি।

দুর্ভাগ্যজনকভাবে গ্রেট ইভেন্ট ইন্ডিয়ান ওয়েলস এর জন্য সময়মতো ফিরতে পারছি না। কিন্তু, আগামী বছরের জন্য আমার একটি পরিকল্পনা রয়েছে। আমার টিমের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি, মান্টে-কার্লো রোলেক্স ‍মাস্টার্সে অংশ নেব। ’

ফেদেরার যোগ করেন, ‘হাঁটুর সার্জারির পর আমার পুনর্বাসন প্রক্রিয়া খুব ভালোভাবেই এগোচ্ছে! আমার কাছে এখন কোর্টে ও জিমে সেরা মানের অনুশীলন করার সুযোগ রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।