ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ফাইনালে মুখোমুখি লিভারপুল-ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
ফাইনালে মুখোমুখি লিভারপুল-ম্যানসিটি ছবি: সংগৃহীত

ঢাকা: মৌসুমের প্রথম শিরোপার স্বাদ নিতে মাঠে নামছে দুই ইংলিশ জায়ান্ট। ইংলিশ লিগ কাপ বা ক্যাপিটাল ওয়ান কাপের ফাইনালে লিভারপুলের মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি।

গত বছরের নভেম্বরে দু’দলের সবশেষ সাক্ষাতে সিটিজেনদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল অল রেডসরা।

রোববার (২৮ ফেব্রুয়ারি) লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি শুরু হবে।

চলতি মৌসুম শেষেই ম্যানসিটির কোচ পদে ম্যানুয়েল পেলেগ্রিনির স্থলাভিষিক্ত হবেন পেপ গার্দিওলা। তাই চিলিয়ান কোচের সামনে থাকছে বিদায়ের আগে দলকে শিরোপা জেতানোর হাতছানি। তার অধীনে ২০১৩-১৩ মৌসুমে লিগ কাপের ট্রফি জেতার উল্লাসে মেতেছিল সিটিজেনরা।

অন্যদিকে, চলতি মৌসুমে অল রেডসদের কোচের দায়িত্ব নেওয়ার পর ইয়োর্গেন ক্লপ প্রথম সাফল্যের স্বপ্ন দেখছেন। সর্বশেষ ২০১১-১২ মৌসুমে ক্যাপিটাল ওয়ান কাপের শিরোপা জিতেছিল রেকর্ড আটবারের লিগ কাপ চ্যাম্পিয়ন লিভারপুল। তিনবার এ ট্রফি জেতে ম্যানসিটি। তাই দু’দলের সামনেই এখন শিরোপা পুনরুদ্ধারের চ্যালেঞ্জ।

ইনজুরি নিয়ে ম্যানসিটির বেশ কিছু সুসংবাদ রয়েছে। হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে ডিফেন্ডার ইলিয়াকুইম মানগালা, উইঙ্গার জিসাস নাভাস ও পায়ের সমস্যা থেকে সেরে উঠে ম্যাচ খেলার উপযোগী হয়েছেন ফরোয়ার্ড উইলফ্রেড বনি।

দু’দিন আগে অালাদাভাবে অনুশীলন করলেও অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি, ডিফেন্ডার সাগনা ও ‍সাবেক লিভারপুল উইঙ্গার রাহিম স্টার্লিং পুরোপুরি ফিট। তবে দুই গুরুত্বপূর্ণ উইঙ্গার কেভিন ডি ব্রুইন, সামির নাসরি ও মিডফিল্ডার ফাবিয়ান ডেলফ ইনজুরিতে ছিটকে গেছেন।

অন্যদিকে, ক্লপের জন্য ইনজুরি সমস্যা উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে। ডিফেন্ডার মার্টিন স্কারটেলের সঙ্গে দুই মিডফিল্ডার অ্যাডাম লাল্লানা ও জো অ্যালেন ইনজুরিতে ভুগছেন। তবে, অসসুস্থতা কাটিয়ে দলে ফিরতে পারেন ডিফেন্ডার ডেজান লোভরেন। পূর্ণ ফিটনেস নিয়ে সাবেক ম্যানসিটি স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ শুরুর একাদশে মাঠে নামতে পারেন।

এদিকে, সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ পাঁচবারের দেখায় ম্যানসিটির হতাশাই সঙ্গী হয়। এক ম্যাচে হারের বিপরীতে চারটিতেই জয় তুলে নেয় লিভারপুল।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।