ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

এবার উত্তরসূরিকে সতর্ক করলেন ব্লাটার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এবার উত্তরসূরিকে সতর্ক করলেন ব্লাটার ছবি: সংগৃহীত

ঢাকা: দু’দিন হলো ফিফা প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। অভিনন্দন জানানোর পর এবার স্বদেশী জিয়ান্নি ইনফান্তিনোকে সতর্কই করে দিলেন তার পূর্বসূরি সেপ ব্লাটার।

তার মতে, প্রভাবশালী মহলে বন্ধু পাওয়াটা বেশ কঠিন হয়ে পড়ছে। শুধু তাই নয়, ইনফান্তিনোকে উদ্দেশ্যে করে ব্লাটারের সতর্কবাণী, ফিফা প্রেসিডেন্ট পদ একটি নিঃসঙ্গ পজিশন।

গত শুক্রবারের (২৬ ফেব্রুয়ারি) নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ সালমান বিন ইব্রাহিম আল-খলিফাকে হারিয়ে ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হন ইনফান্তিনো। তার কাঁধে এখন দুর্নীতিক্লিষ্ট ফিফার ভার। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে এখন ছয় বছরের (সাজা কমার পর) নিষেধাজ্ঞার আওতায় সাবেক ফিফা প্রেসিডেন্ট ব্লাটার।

ইনফান্তিনো জয়ী হওয়ার পরই তাকে উষ্ণ অভিনন্দন জানান ব্লাটার। তবে এবার তার উত্তরসূরিকে সতর্কই করে দিয়েছেন, ‘আমি তোমাকে (ইনফান্তিনো) অভিনন্দন জানাই। কিন্তু এটাও মনে রাখতে হবে, এই পজিশনটা মোটেও সহজ নয়। ’ ব্লাটার তার খোলা চিঠিতে এমন দাবিই করেন। যা প্রকাশ করে ফ্রেঞ্চ দৈনিক ‘Journal du Dimanche’।

ব্লাটার যোগ করেন, ‘অলৌকিক কিছু হতেই পারে। গত ১৮ বছরে আমার এমন প্রত্যাশা ছিল, যেখানে আমি ৪১ বছর যাবৎ দায়িত্বে ছিলাম। ঘটনাক্রমে মতামত বা উপদেশ নিতে হলে দ্বিধা করা যাবে না। তবে এখন শান্ত থাকতে হবে। যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা প্রয়োগের জন্য দু’মাস সময় রয়েছে। ’

ইনফান্তিনোকে পুরোপুরি প্রস্তুত থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি সতর্কবাণী উচ্চারণ করেন ব্লাটার, ‘নিজেকে ভালোভাবে তৈরি করো। কিন্তু, সব সময়ই সজাগ থাকতে হবে। সবাই তোমাকে সমর্থন দেবে এবং ভালো ভালো কথা বলবে। কারণ তারা জানে তুমি হলে প্রেসিডেন্ট। এখনে বন্ধু থাকাটা বিরল। ’

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।