ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

প্রতিশোধের ম্যাচে আর্সেনালকে হারালো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
প্রতিশোধের ম্যাচে আর্সেনালকে হারালো ম্যানইউ ছবি: সংগৃহীত

ঢাকা: ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালের লিগ ম্যাচে জয় খরার সংখ্যাটা ৯-এ ঠেকল। চলতি মৌসুমের প্রথম দেখায় ৩-০ গোলে হারের মধুর প্রতিশোধ নিল ম্যানচেস্টার ইউনাইটেড।

তবে ঘরের মাঠে ৩-২ ব্যবধানের ঘাম ঝড়ানো জয় পেয়েছে রেড ডেভিলসরা।

এ নিয়ে ম্যানইউর মাঠে সবশেষ ৯ ম্যাচের মধ্যে ৭টিতেই হেরে গেল আর্সেনাল। পয়েন্ট টেবিলের দুইয়ে উঠার সুযোগটা হাতছাড়া করেছেন আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। ২৭ ম্যাচ শেষে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থাকল গানাররা। সমান ম্যাচে ৪৪ পয়েন্টে ছয় থেকে পাঁচে উঠলো ম্যানইউ।

হাইভোল্টেজ ম্যাচটির ২৯ ও ৩২ মিনিটে জোড়া গোল করে প্রিমিয়ার লিগে অভিষেকটা স্মরণীয় করে রাখেন ১৮ বছর বয়সী ইংলিশ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড। এর আট মিনিট পরই আর্সেনালকে ম্যাচ ফেরান রাশফোর্ডের স্বদেশী তারকা ড্যানি ওয়েলবেক।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে মিডফিল্ডার আন্দের হেরেরার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রেড ডেভিলসরা। তবে চার মিনিট বাদেই স্বাগতিকদের পাল্টা জবাব দেন দুর্দান্ত ফর্মে থাকা মেসুত ওজিল।

নির্ধারিত সময়ের আগ পর্যন্ত আপ্রাণ চেষ্টা করলেও গানারদের আর সমতায় ফেরাতে পারেননি ওজিল-সানচেজ-রামসিরা। ম্যাচ শেষে তাই দর্শকদের উল্লাসের সঙ্গে প্রতিশোধের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন লুইস ফন গালের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।