ঢাকা: টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে চতুর্থবারের মতো ক্যাপিটাল ওয়ান কাপের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় পেনাল্টিতে।
রোববার নিরপেক্ষ ভেন্যু ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালের মঞ্চে খেলতে নামে ম্যানসিটি ও লিভারপুল। আর ম্যাচের ৪৯ মিনিটে সিটি ফুটবলার ফার্নানদিনহোর গোলে এগিয়ে যায় ইতিহাদ স্টেডিয়ামের দলটি। তবে ৮৩ মিনিটে অলরেডস তারকা ফিলিপ কোতিনহো গোল করলে শিরোপার আশা বাঁচিয়ে রাখে।
১-১ গোলে সমতা থাকার পর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। তবে সে সময়ও ফলাফল না হওয়ায় রেফারি টাইব্রেকারের বাঁশি বাজান।
পেনাল্টিতে লিভারপুলের হয়ে এমরি ক্যান প্রথম গোলটি করলেও পরের দুটি শট মিস করেন লুকাস পিজ্জিনি-লিভা ও অ্যাডাম লাল্লান। কিন্তু সিটি ফুটবলার ফর্নানন্দো প্রথম শটটি মিস করার পর জেসাস নাভাস, সার্জিও আগুয়েরো ও ইয়া ইয়া তোরে গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস