ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

সুয়ারেজ চান মেসির পা ও নেইমারের গতি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ১, ২০১৬
সুয়ারেজ চান মেসির পা ও নেইমারের গতি ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনায় এসেই নিজের ক্যারিয়ার পাল্টে ফেলেছেন লুইস সুয়ারেজ। দুর্দান্ত খেলে জয় করে নিয়েছেন ক্যাম্প ন্যু’বাসীর মন।

মেসি ও নেইমারের সঙ্গে দারুণ জুটি গড়ে তৈরী করেছেন বিশ্বের সেরা আক্রমণ ভাগ। যার ফলশ্রুতিতে ফুটবল বিশ্ব দেখেছে এই ত্রয়ীর চলতি মৌসুমে ৯৪টি গোল ও ৪৫টি অ্যাসিস্ট।

লুইস এনরিকের অধীনে বার্সা ইতোমধ্যে টানা ৩৪ ম্যাচ জয় করে নিয়েছে। যা রিয়াল মাদ্রিদের ১৯৮৮-৮৯ মৌসুমে গড়া রেকর্ডের সমান। আর একটি ম্যাচ জিতলেই নতুন রেকর্ড গড়বে কাতালানরা।

এদিকে বার্সার আক্রমণ ভাগের সেরা তিন তারকাই দক্ষিণ আমেরিকা (ল্যাটিন) অঞ্চলের ফুটবলার। আর ক্লাবে এই তারকাদের সঙ্গে খেলতে দারুণ স্বাছন্দ বোধ করেন সুয়ারেজ।

উরুগুইয়ান স্ট্রাইকার সোমবার স্প্যানিশ ক্লাবে খেলা সেরা ল্যাটিন ফুটবলার হিসেবে নির্বাচিত হন। স্প্যানিশ নিউজ এজেন্সি ইএফই’র এক জমকালো অনুষ্ঠানে ২০১৫ সালের সেরা ফুটবলারের পুরস্কার পান তিনি।

পুরস্কার পাওয়ার পর সুয়ারেজ বলেন, ‘আমি মেসির বাম পা কে ভালোবাসি। যেটি এই মুহূর্তে বিশ্বের সেরা। আর নেইমারের গতি অসাধারণ। ’

তিনি আরও বলেন, ‘আমাদের দলের সবার মাঝে দারুণ সম্পর্ক রয়েছে। আমরা সব সময় মজা করি ও গলা মেলাই। এটি শুধু আমাদের তিন জনের মধ্যে নয়। আমরা কোন কিছু পরিকল্পনা করি না। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। ‘

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ০১ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।