ঢাকা: কাপ ডি ফ্রান্সের কোয়ার্টার ফাইনালে সেইন্ট-এটিনেকে ৩-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করলো প্যারিস সেন্ট জার্মেই। ঘরোয়া লিগে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার পর গত ম্যাচে হারের স্বাদ পেয়েছিলে লরা ব্লার শিষ্যরা।
বুধবার রাতে সেইন্টের ঘরের মাঠ স্তেদে জিওফ্রি-গুইচার্ডে আতিথিয়েতা নিতে যায় জ্লাতান ইব্রাহিমোভিচরা। আর পুরো ম্যাচে দারুণ আধিপত্য বিস্তার করে জয় ছিনিয়ে নেয় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।
পিএসজি’র হয়ে এদিন একটি করে গোল করেন এডিনসন কাভানি (১২), মারকুইনহোস (৩৪) ও লুকাস (৯০ মিনিটের পরে)। আর স্বাগতিক দলের হয়ে ভ্যালেন্টিন আইসেরিক ৪২ মিনিটে একটি গোল করেন।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৬
এমএমএস