ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ইতিহাস গড়ার ম্যাচে বার্সার প্রতিপক্ষ রায়ো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
ইতিহাস গড়ার ম্যাচে বার্সার প্রতিপক্ষ রায়ো ছবি : সংগৃহীত

ঢাকা: ইতিহাসের সামনে দাঁড়িয়ে ফুটবল ক্লাব বার্সেলোনা। আর একটি ম্যাচে জয় অথবা ড্র করলেই স্প্যানিশ ক্লাব ফুটবলের কোনো দল হিসেবে ৩৫ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়বে লুইস এনরিকের শিষ্যরা।



বর্তমানে রিয়াল মাদ্রিদের সঙ্গে যৌথভাবে ৩৪ ম্যাচে অপরাজিত রয়েছে কাতালানরা। এরই ধারাবাহিকতায় লা লিগার ম্যাচে দুর্বল রায়ো ভায়োকানোর বিপক্ষে রাতে খেলতে নামছে বার্সা।

এর আগে ১৯৮৮-৮৯ মৌসুমে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছিলো লা গ্যালাকটিকোরা।

বৃহস্পতিবার (৪ মার্চ) ভায়োকানোর ঘরের মাঠ স্তাদিও দেল রায়ো ভায়োকানোতে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ সময় রাত দুইটায় ম্যাচটি সরাসরি টিভির পর্দায় দেখা যাবে।

এ ম্যাচ জেতাটা বার্সার জন্য হয়তো সময়েরই ব্যাপার। কারণ ২০০২ সালে সর্বশেষ ভায়োকানোর বিপক্ষে তারা হেরেছিলো। এছাড়া ঘরের মাঠেই ভায়োকানো ২০১২ সালের এপ্রিলে বার্সার কাছে সবচেয়ে বাজে ভাবে হেরেছিলো (৭-০)।

বার্সা বর্তমানে ২৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানিতে রয়েছে ভায়োকানো (১৬) ।

বার্সার হয়ে এ ম্যাচে ইনজুরির কারণে থাকছেন না অভিজ্ঞ ডিফেন্ডার দানি আলভেজ। এছাড়া শঙ্কায় রয়েছেন রাফিনহা, সার্জিও রোবের্টো ও সার্জিও বুসকেটস। তবে এনরিক আক্রমণভাগে পাচ্ছেন দলের সেরা তিন তারকা মেসি, সুয়ারেজ ও নেইমারকে।

বার্সা নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে। অন্যদিকে ভায়োকানোও নিজেদের শেষ পাঁচ ম্যাচের কোনটিতে হারেনি। চারটি ম্যাচ ড্রয়ের পাশাপাশি ড্র করেছে একটিতে।

দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে অবশ্য বার্সার একক আধিপত্যই রয়েছে। জিতেছে প্রতিটি ম্যাচই। সেই সঙ্গে ম্যাচ প্রতি গোল গড় ছিলো ৪.৬।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।