ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

শীর্ষেই বেলিজিয়াম, বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
শীর্ষেই বেলিজিয়াম, বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত ছবি : সংগৃহীত

ঢাকা: ফুটবল ওয়ার্ল্ড র‌্যাংকিং প্রকাশ করেছে ফিফা। যেখানে শীর্ষ ১০টি দলের অবস্থানে কোনো পরিবর্তন নেই।

কেননা, বেশিরভাগ টিমই ২০১৬ সালে এখনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি। যথারীতি শীর্ষস্থানটি বেলজিয়ামের দখলে। অন্যদিকে, ১০০ রেটিং পয়েন্ট নিয়ে ১৭৭ নম্বরেই রয়েছে লাল সবুজের বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ মার্চ) ঘোষিত সবশেষ র‌্যাংকিংয়ে মাত্র ১৪টি ‘এ’ শ্রেণির ম্যাচ বিবেচনায় আনা হয়েছে। সবগুলোই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। আর এ বছর এখন পর্যন্ত সব মিলিয়ে ৫৮টি ম্যাচ মাঠে গড়িয়েছে।

র‌্যাংকিং লিডার বেলজিয়ানদের রেটিং পয়েন্ট ১৫০৬। এরপরেই লিওনেল মেসির আর্জেন্টিনা। তিন নম্বরে স্পেন। চারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। কোপা আমেরিকা জয়ী চিলির অবস্থান পঞ্চম। চার দলের রেটিং পয়েন্ট যথাক্রমে ১৪৫৭, ১৩৭৪, ১৩৫৫, ১৩০৭।

চিলির পর যথারীতি ষষ্ঠ স্থানে ব্রাজিল (১২৫৪)। ২০ রেটিং পয়েন্টে পিছিয়ে সাত নম্বরে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। শীর্ষ দশের বাকি তিন সদস্য হলো যথাক্রমে কলম্বিয়া, ইংল্যান্ড ও অস্ট্রিয়া।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির সঙ্গে নেদারল্যান্ডসের রদবদল হয়েছে। এক ধাপ অবনমনে ১৫ নম্বরে নেমে গেছে ডাচরা। ২০১৬ ইউরোর স্বাগতিক দেশ ফ্রান্স ২৪তম অবস্থানেই রয়েছে। আর ২০১৮ বিশ্বকাপ আয়োজক রাশিয়ার অবস্থানও (২৩) অপরিবর্তিত।

এছাড়া, অন্যান্য পরাশক্তিদের মধ্যে উরুগুয়ে (১১), ওয়েলস (১৭), ক্রোয়েশিয়া (১৮), পোল্যান্ড (৩১, +৩), কোস্টারিকা (৩৩, -২) ও এক ধাপ এগিয়ে ৩৪ নম্বরে জ্লাতান ইব্রাহিমোভিচের সুইডেন।

পয়েন্টের হিসেবে সবচেয়ে বেশি এগিয়েছে ভেনেজুয়েলা (৫৭ পয়েন্ট)। অবস্থান ৭৫। সর্বোচ্চ সাত ধাপ এগিয়ে ১১৬ নম্বরে উঠে এসেছে আর্মেনিয়া।

পরবর্তী ফিফা র‌্যাংকিং প্রকাশিত হবে আগামী ৭ এপ্রিল।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।