ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

রোনালদো নন, মেসিকেই বেছে নিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
রোনালদো নন, মেসিকেই বেছে নিলেন নেইমার ছবি : সংগৃহীত

ঢাকা: ক’দিন আগেই স্প্যানিশ ক্লাবে সেরা লাতিন আমেরিকান ফুটবলার নির্বাচিত হন লুইস সুয়ারেজ। নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে মেসির বাম পায়ের প্রতি নিজের ভালোবাসার কথা ব্যক্ত করেন উরুগুইয়ান স্ট্রাইকার।

এবার ক্লাব সতীর্থের সঙ্গে সুর মিলিয়েছেন নেইমার।

‘UOL’ (ইউনিভার্সো অনলাইন) ওয়েবসাইটকে দেওয়া এক দ্রুত সাক্ষাৎকারে কোনো দ্বিধা ছাড়াই প্রশ্নের উত্তর দেন ব্রাজিলিয়ান সেনসেশন।

লিও মেসির বাঁ পা নাকি ক্রিস্টিয়ানো রোনালদোর ডান পা পছন্দ করবেন এমন প্রশ্নের উত্তরে নেইমার বলেন, ‘ক্রিস্টিয়ানোর প্রতি সম্মান রেখেই বলছি, আমি মেসির বাম পা নেব। কারণ, আমার ডান পা এমনিতেই বেশ সুবিধাজনক। হাসি। ’

তবে পেলে এবং মেসির মধ্যে একজনকে বেছে নিতে বললে কঠিন পরিস্থিতির সম্মুখীন হন ব্রাজিলিয়ান অধিনায়ক, ‘দুর্ভাগ্যবশত আমি পেলের খেলা দেখিনি। তার সম্পর্কে যা জানি সব আমার দাদার কাছে শুনেছি। আমার বাবার বাবা, যিনি প্রায়ই আমাকে বলতেন কীভাবে পেলে খেলতেন। আমার জন্য এটা একটা কঠিন প্রশ্ন। কারণ, আমি মেসির খেলা দেখেছি এবং তার সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। যদিও, তারা দু’জনই জিনিয়াস। ’

প্রতিপক্ষ হিসেবে রিয়াল মাদ্রিদ বা ম্যানচেস্টার সিটিকে বেছে নেওয়ার প্রশ্নে নেইমারের ভাষ্য, ‘আমি রিয়াল মাদ্রিদকে হারিয়ে ম্যানচেস্টার সিটিকে হারাতে পছন্দ করবো!’

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৬
আরএম

** সুয়ারেজ চান মেসির পা ও নেইমারের গতি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।