ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

রোনালদিনহোর কীর্তিতে নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
রোনালদিনহোর কীর্তিতে নেইমার নেইমার/ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার স্প্যানিশ রেকর্ডের ম্যাচে গোল না পেলেও একটি মাইলফলক স্পর্শ করেন নেইমার। হ্যাটট্রিক হিরো লিওনেল মেসির প্রথম গোলটি আসে ব্রাজিলিয়ান তারকার পাস থেকে।

এতেই স্বদেশী কিংবদন্তি রোনালদিনহোর পাশে নাম লেখান ২৪ বছর বয়সী এ ফরোয়ার্ড।

রায়ো ভায়োকানোকে (৫-১) উড়িয়ে দিয়েই রিয়াল মাদ্রিদের ২৭ বছরের পুরনো স্প্যানিশ রেকর্ড ভাঙে কাতালানরা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার নতুন ইতিহাস গড়ে বার্সা।

মেসিময় রাতে কয়েকটি সুযোগ পেয়েও গোল বঞ্চিত থাকেন নেইমার ও লুইস সুয়ারেজ। পেনাল্টি থেকেও বল জালে জড়াতে ব্যর্থ হন উরুগুইয়ান স্ট্রাইকার। তবে একটি গোলে সহায়তা করেই দুইবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় রোনালদিনহোর কীর্তিতে ভাগ বসান নেইমার।

লা লিগায় রোনালদিনহোর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে এক মৌসুমে অ্যাসিস্ট ও গোলস্কোরারের তালিকায় দুই অঙ্কের ঘরে নাম লেখান নেইমার। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৮টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১০টি করিয়েছেন ব্রাজিলিয়ান সেনসেশন। এর আগে বার্সার হয়ে ২০০৫-০৬ মৌসুমে এ কীর্তি গড়েছিলেন রোনালদিনহো।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
আরএম/

** এবার ইউরোপিয়ান রেকর্ডে চোখ বার্সার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।