ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

ওজিলকে হটিয়ে লন্ডন সেরা পায়েত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
ওজিলকে হটিয়ে লন্ডন সেরা পায়েত ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ লিগে লন্ডনভিত্তিক ক্লাবের হয়ে ২০১৫-১৬ মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ওয়েস্ট হামের দিমিত্রি পায়েত। দুর্দান্ত ফর্মে থাকা মেসুত ওজিল ও উইলিয়ানকে হার মানান ২৮ বছর বয়সী এ ফ্রেঞ্চ মিডফিল্ডার।



লন্ডন ফুটবল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পায়েতের হাতে বর্ষসেরার পুরস্কার তুলে দেওয়া হয়। চলতি মৌসুমেই তিনি ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক মার্শেই ছেড়ে লন্ডনের ক্লাবটিতে যোগ দেন। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সাতটি গোলের পাশাপাশি ছয়টি অ্যাসিস্ট করেই মৌসুমের সেরা পারফরমার বনে যান পায়েত।

সেরা হওয়ার দৌড়ে পায়েতের সঙ্গে ওজিল-উইলিয়ান ছাড়াও টটেনহাম স্ট্রাইকার হ্যারি কেন ও ওয়াটফোর্ডের নাইজেরিয়ান ফরোয়ার্ড ওডিয়ন ইগহালো প্রতিদ্বন্দ্বিতা করেন।

তবে পায়েতকে ছাপিয়ে ওজিলই ছিলেন অন্যতম ফেভারিট। ইতোমধ্যেই ১৮টি গোল করিয়ে ইংলিশ লিগ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টের মাইলফলক ছোঁয়ার পথে জার্মান মিডফিল্ডার। কিন্তু, দুর্দান্ত পারফরম্যান্স করেও বিচারক প্যানেলের মন জয় করতে পারেননি ওজিল! প্রসঙ্গত, ২০০২-০৩ মৌসুমে আর্সেনালের হয়ে ২০টি অ্যাসিস্টের রেকর্ড গড়েছিলেন থিয়েরি অঁরি।

টটেনহামের মরিসিও পোচেত্তিনো বর্ষসেরা কোচ ও ১৯ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার ডেলি আলী সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হন। গোলরক্ষকের পুরস্কার জেতেন আর্সেনালের পিটার চেক। আর অসামান্য অবদানের স্বীকৃতি পান চেলসির অধিনায়ক জন টেরি।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।