রাজশাহী: রাজশাহীতে সামজসেবা অধিদফতরের দু’দিনব্যাপী বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।
শুক্রবার (০৪ মার্চ) সকালে রাজশাহী সমাজসেবা অধিদফতরের আয়োজনে বায়া সরকারি শিশু পরিবার মাঠে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রাজশাহী সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংসদ সদস্য আখতার জাহান।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন এবং বিশিষ্ট সমাজসেবী ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সদস্য শাহীন আকতার রেনী।
শনিবার (০৫ মার্চ) প্রতিযোগিতার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৬
এসএস/জেডএস