ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

লড়াইয়ে নামছে ইংলিশ জায়ান্টরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৬
লড়াইয়ে নামছে ইংলিশ জায়ান্টরা ছবি: সংগৃহীত

ঢাকা: শেষ হয়ে আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর আসর। আর শেষ দিকে এসে বেশ জমে উঠেছে জায়ান্ট দলগুলোর মধ্যে লড়াই।

এরই ধারাবাহিকতায় শনিবার (০৫ মার্চ) রাতে মাঠে নামছে ওপরের সারির বেশ কয়েকটি দল।

রাতের প্রথম লড়াইয়ে নামছে শিরোপার দুই বড় দাবিদার আর্সেনাল ও টটেনহাম হটস্পার। ম্যানচেস্টার সিটি খেলবে লিগ টেবিলের একেবারে তলানির দল অ্যাস্টন ভিলার বিপক্ষে। চলতি মৌসুমে অফ ফর্মে থাকা চেলসি খেলবে স্টোক সিটির বিপক্ষে। আর ওয়ার্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে চমক দেখিয়ে শীর্ষে থাকা লিচেস্টার সিটি।

বাংলাদেশ সময় রাত পৌনে সাতটায় টটেনহামের ঘরের মাঠ হোয়াইট হার্ট লেনে আতিথিয়েতা নিতে যাবে আর্সেনাল। টটেনহাম ২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সমান ম্যাচে তিন পয়েন্ট কম নিয়ে তৃতীয় অবস্থানে আর্সেনাল।

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে অ্যাস্টনকে রাত নয়টায় আমন্ত্রণ জানাবে ম্যানসিটি। ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। আর এক ম্যাচ বেশি খেলে ১৬ পয়েন্ট নয়ে ২০-এ রয়েছে অ্যাস্টন।

স্ট্যামফোর্ড ব্রিজে স্টোক সিটির বিপক্ষে মাঠে নামবে চেলসি। রাত নয়টায় ম্যাচটি শুরু হবে। ২৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ১০-এ রয়েছে ব্লুজরা। আর সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে সাতে স্টোক।

রাত সাড়ে এগারোটায় ভিকারেজ রোড স্টেডিয়ামে লিচেস্টারকে আতিথিয়েতা জানাবে ওয়াটফোর্ড। ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ফক্স খ্যাত এই দলটি। অন্যদিকে সমান ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ১২তে রয়েছে ওয়াটফোর্ড।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।