সাভার (ঢাকা): সাভারে অনুষ্ঠিত হলো ‘বেক্সিমকো ক্রিকেট লীগ-২০১৬’ এর ফাইনাল।
শনিবার (০৫ মার্চ) বিকেলে বেক্সিমকো গ্রুপের রিটেইলার ব্র্যান্ড ইয়েলো’র আয়োজনে বিকেএসপির তিন নম্বর মাঠে ফাইনাল ম্যাচে অংশ নেয় প্যানথার ইলেভেন ও ব্লেজিং স্ট্রাইকারস।
প্রথম ইনিংসে প্যানথার ইলেভেন ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ১০০ রান করে। এর জবাবে ব্লেজিং স্ট্রাইকারস নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮৯ রান করে। ১১ রানের জয় পায় প্যানথার ইলেভেন।
ফাইনাল ম্যাচে ৫৩ রান করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন প্যানথার ইলেভেনের মো. মিঠু ।
বেক্সিমকো গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা টেক্স এর প্রধান নির্বাহী মো. হাসেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, গত ৩ মার্চ বেক্সিমকো গ্রুপে কর্মরত ১০টি দলের অংশ গ্রহণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বিরুলিয়ায় শুরু হয় বেক্সিমকো ক্রিকেট লীগ।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ০৫,২০১৬
আরআই