ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

নিজেদের মাঠেও জিততে পারেনি চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
নিজেদের মাঠেও জিততে পারেনি চেলসি ছবি : সংগৃহীত

ঢাকা: টানা তিন ম্যাচ জয়ের পর আবারো পয়েন্ট হারিয়েছে নতুন করে জাগতে চাওয়া ইংলিশ প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসি। নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে স্টোকসিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।



ম্যাচের প্রথম আধা ঘণ্টা চেলসিকে স্কোর করতে দেয়নি দারুণ খেলতে থাকা স্টোকসিটি। ম্যাচের ৩৯তম মিনিটে প্রথম লিড নেয় ব্লুজরা। স্বাগতিকদের এগিয়ে নেন বার্ট্রেন্ড তাউরে। নেমানজা ম্যাটিকের অ্যাসিস্ট থেকে গোলটি করেন তিনি।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোলের মুখ দেখেনি চেলসি। বরং ম্যাচের ৮৫ মিনিটে গোল হজম করতে হয় ব্লুজদের। স্টোকসিটির হয়ে একমাত্র গোলটি করেন বিরাম দিউফ। সমতায় ফিরে বেশ রক্ষণাত্মক খেলেই সময় পার করে স্টোকসিটি।

এ ম্যাচে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করে চেলসি। ২৯ ম্যাচ শেষে ব্লুজদের পয়েন্ট গিয়ে দাঁড়ালো ৪০, অবস্থান দশ নম্বরে। সমান ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে সাত নম্বরে স্টোকসিটি।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘন্টা, ০৬ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।