ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

পয়েন্ট বাঁচিয়েছে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
পয়েন্ট বাঁচিয়েছে আর্সেনাল ছবি : সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে হারের শঙ্কা কাটিয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে আর্সেন ওয়েঙ্গারের আর্সেনাল। এবারের মৌসুমে ফেভারিট টটেনহামের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে গানাররা।



লন্ডনের হার্টলেনে প্রায় ৩৬ হাজার দর্শকের উপস্থিতিতে হারতে হারতে ড্র করে আর্সেনাল। ম্যাচে অ্যারন রামসের গোলে এগিয়ে থেকেও টটেনহামের দুই মিনিটের ম্যাজিকে এলোমেলো হয়ে যায় গানাররা। তবে, দলকে বাঁচাতে এবারো অবদান রাখেন চিলির তারকা স্ট্রাইকার অ্যালেক্সিজ সানচেজ।

ম্যাচের ৩৯তম মিনিটে আর্সেনালকে লিড পাইয়ে দেন রামসে। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। বিরতির পর ম্যাচের ৬০ মিনিটের মাথায় সমতায় ফেরে টটেনহাম। দলকে সমতায় ফেরান আলডেররুইল্ড। বেলজিয়ান এ তারকার গোলের দুই মিনিট পরেই গোল করেন হ্যারিকেন। ফলে, ২-১ গোলে এগিয়ে যায় টটেনহাম।

তবে, আর্সেনালকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে ম্যাচের ৭৬ মিনিটের মাথায় গোল করেন চিলিয়ান তারকা সানচেজ। বেলেরিনের ডিফেন্স চেরা অ্যাসিস্ট থেকে বাঁকানো শটে টটেনহামের জালে বল জড়ান সানচেজ।

এ ড্রয়ের পর নিজেদের মাটিতে জয় না পাওয়ায় শীর্ষে উঠার সুযোগ হারায় দুইয়ে থাকা টটেনহাম। ২৯ ম্যাচের তাদের সংগ্রহ ৫৫। অপরদিকে, পয়েন্ট বাঁচানো আর্সেনাল পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানটি ধরে রেখে অর্জন করেছে ৫২ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।