ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে শেষ পর্যন্ত কি লিচেস্টারের ঘরেই শিরোপা উঠবে? সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে দলটি। এবার ওয়াটফোর্ডের বিপক্ষে ১-০ গোলে জিতে দ্বিতীয় অবস্থানে থাকা টটেনহামের সঙ্গে পাঁচ পয়েন্ট ব্যবধান গড়লো ফক্স খ্যাত দলটি।
শনিবার রাতে ভিকারেজ রোড স্টেডিয়ামে আতিথিয়েতা নিতে যায় লিচেস্টার। আর চলতি মৌসুমে দারুণ ফর্মে থাকা রিয়াদ মাহরেজের অসাধারণ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা। ম্যাচের ৫৬ মিনিটে আলজেরিয়ান এই স্ট্রাকারের গোলই ম্যাচের ফলাফল নির্ধারণ হয়।
এ জয়ের ফলে ২৯ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লিচেস্টার। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় টটেনহাম।
বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, ০৬ মার্চ, ২০১৬
এমএমএস