ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

জাতীয় মহিলা হকির নতুন চ্যাম্পিয়ন ঝিনাইদহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৬
জাতীয় মহিলা হকির নতুন চ্যাম্পিয়ন ঝিনাইদহ ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস, হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশন পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ২৯ ফেব্রুয়ারি শুরু হয় ‘ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকি-২০১৬। ’ আজ সমাপনী ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়েছে এই টুর্নামেন্ট।



রোববার (০৬ মার্চ) মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফাইনালে গেল দুইবারের চ্যাম্পিয়ন নড়াইল জেলাকে হারিয়ে শিরোপা জিতে নেয় ঝিনাইদহ জেলা। ফাইনাল ম্যাচের ৪৮ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন ঝিনাইদহ জেলার অনন্যা বিশ্বাস। তার গোলেই প্রথমবারের মতো শিরোপার স্বাদ পায় ঝিনাইদহ।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর সহকারী প্রধান এয়ার ভাইস মার্শাল মশিউজ্জামান সেরনিয়াবাত, ওএসপি, এনডিইউ, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়াল্টন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এন্ড অ্যাডমিন) এসএম জাহিদ হাসান ও ওয়ালটন গ্রুপের স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান, সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম এন্ড অ্যাডমিন) এসএম জাহিদ হাসান জানান, ‘এ নিয়ে তৃতীয়বারের মতো আমরা জাতীয় মহিলা হকির সঙ্গে সম্পৃক্ত হয়েছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের হকির সুদিন আবার ফিরে আসবে। আসলে এক সময় হকি ছিল নান্দনিক খেলা। এটার সঙ্গে গতি যোগ হওয়ার কারণে আমরা পিছিয়ে পড়ি। তবে নান্দনিকতার সঙ্গে আমাদের যখন গতি যোগ হবে তখন হকিতে আমাদের সোনালী দিন আবার ফিরে আসবে। হকিকে এগিয়ে নিতে ওয়ালটন গ্রুপ সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবে। নতুন করে গড়তে যাওয়া আমাদের নারী হকি দলটি যাতে আরো বেশি দক্ষ ও চৌকস হয় সেটার জন্য ওয়ালটন গ্রুপের সহযোগিতা থাকবে। ’

তিনি আরো বলেন, ‘আমরা শুধু হকি নয়। সব ধরনের খেলাধুলার সঙ্গেই সম্পৃক্ত হওয়ার চেষ্টা করি। আপনারা জানেন বাংলাদেশের বুনিয়াদি ক্রিকেট তথা জাতীয় ক্রিকেট লিগ ও বাংলাদেশ ক্রিকেট লিগ এর মতো আসরগুলোতে ওয়ালটন সবসময়ই পৃষ্ঠপোষকতা করে আসছে। এই ধরনের টুর্নামেন্টে খুব বেশি মাইলেজ পাওয়া যায় না। তারপরও দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে আমরা বিসিএল ও এনসিএলে পৃষ্ঠপোষকতা করছি। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টে ‘ওয়ালটন সেন্ট্রাল জোন’ নামে আমাদের একটি দল রয়েছে। ভবিষ্যতে হকিতে যদি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক কোনো টুর্নামেন্ট আয়োজন করে তাহলে ওয়ালটন গ্রুপ চেষ্টা করবে সেখানে অংশ নিতে। ’

ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘তৃতীয়বারের মতো আমরা ওয়ালটন গ্রুপ এই টুর্নামেন্টের সঙ্গে সম্পৃক্ত হলাম। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে অভিনন্দন জানাই রানার আপ দলকেও। ধন্যবাদ জানাই হকি ফেডারেশনের সর্বস্তরের কর্মকর্তাদের। যাদের নিরলস পরিশ্রমের কারণে এই টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন হলো। এই টুর্নামেন্টের মাধ্যমে নতুন যে দলটি গঠন করা হবে, তার দেখভালের দায়িত্ব আমাদের। তাদের প্রশিক্ষণসহ অন্যান্য যেকোনো আয়োজনে ওয়ালটন পাশে থাকার চেষ্টা করবে। আমরা ওয়ালটন গ্রুপ চাই বাংলাদেশের হকির গৌরবোজ্জ্বল সময় ফিরে আসুক। ’

বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ ওয়ালটন গ্রুপের প্রশংসা করে বলেন, ‘ওয়ালটন গ্রুপ পৃষ্ঠপোষকতা করায় তৃতীয়বারের মতো এই টুর্নামেন্ট আমরা আয়োজন করতে সক্ষম হলাম। আশা করব ভবিষ্যতেও ওয়ালটন গ্রুপকে আমরা পাশে পাব। এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা বেশ কিছু খেলোয়াড় নির্বাচন করেছি। তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করবে। সেখানেও ওয়ালটন গ্রুপকে পাশে পাব বলে আশা রাখি। পাশাপাশি আরো একবার ধন্যবাদ জানাচ্ছি ওয়ালটন গ্রুপকে। ’

ওয়ালটন জাতীয় মহিলা হকির চ্যাম্পিয়ন দল ঝিনাইদহ ট্রফি ও ৬০ হাজার টাকা প্রাইজমানি পায়। আর রানারআপ দল নড়াইল জেলা ট্রফি ও ৪০ হাজার টাকা প্রাইজমানি পায়। এ ছাড়া টুর্নামেন্টের বিভিন্ন ক্যাটাগরির সেরা পাঁচজন খেলোয়াড়কে ওয়ালটনের হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হয়।

ওয়ালটন তৃতীয় জাতীয় মহিলা হকির সেরা গোলদাতা হয়েছেন নড়াইল জেলার সাদিয়া খাতুন। তিনি সর্বোচ্চ ১১টি গোল করেন। সেরা গোলরক্ষক হয়েছেন ঝিনাইদহ জেলার জয়ি খাতুন। সেরা ফরোয়ার্ড হয়েছেন রাজশাহী জেলার বর্ষা খাতুন মারিয়া। সেরা ডিফেন্ডার হয়েছেন ঢাকার তানিয়া। আর সেরা মিডফিল্ডার হয়েছেন নড়াইল জেলার কিমি কর্মকার।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ০৬ মার্চ ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।